West Bengal Weather Update: মিলবে গরম থেকে মুক্তি, আজ রাজ্যের এই জেলাগুলি ভিজতে পারে বৃষ্টিতে
Heat wave conditions (File Photo: ANI)

কলকাতা, ১৭ এপ্রিল: আশার কথা শোনাল আবহাওয়া অফিস। তীব্র গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office) জানিয়েছে, আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Rain) হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়।

আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়তে থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আরও পড়ুন: Shatrughan Sinha: '২০২৪-এর ভোটে মমতা গেম চেঞ্জার', জিতে প্রত্যয়ী শত্রুঘ্ন সিনহা

এমনিতেই প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর। পশ্চিমের জেলাগুলিতে কয়েক জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। কোথাও কোথাও তাপমাত্র ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।