কলকাতা, ৮ অগাস্ট: রবিবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে আজ সারাদিনই। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে।
কলকাতা ছাড়াও বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। অন্য দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারেরও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। আরও পড়ুন: COVID-19 Cases India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৯,০৭০ জন, মৃত্যু ৪৯১ জনের
আবহাওয়া দফতর জানিয়েছে, কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।