কলকাতা, ১ নভেম্বর: শুক্রবার ফের হালকা বৃষ্টির পূর্বভাষ (Rain) জারি করা হল রাজ্যের (West Bengal Weather) একাধিক জেলায়। শুক্রবার বৃষ্টি হলেও, আগামী ২ দিন কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় আকাশ পরিস্কার থাকবে। শনিবার থেকে কলকাতা-সহ (Kolkata) রাজ্যের কোনও অংশে একেবারেই বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে।
কালী পুজোয় বৃষ্টির পূর্বাভাষ থাকলেও, সেভাবে মানুষকে বেগ পেতে হয়নি। কালী পুজোর দিন বা রাতে বৃষ্টি না হলেও, শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ভাইফোঁটায় এবারও কোনও বৃষ্টি হবে না বলেই পূর্বাভাষ জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাষ নেই রাজ্যের কোথাও।
কালী পুজোর পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। তবে উত্তরের কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাষে জানানো হয়েছে।