কলকাতা, ২১ মে: বুধবার বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে রাজ্যের () আকাশে। বজ্রগর্ভ মেঘের (Thunderstorms) সঞ্চারে আজও নামতে পারে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি। বুধবার দুপুরের পর থেকেই রাজ্যের আকাশে মেঘের সঞ্চার হতে পারে। দক্ষিণবঙ্গে (Todays Weather In South Bengal) যেমন আকাশ কালো হয়ে বৃষ্টি হতে পারে, তেমনি উত্তরবঙ্গের (North Bengal) জন্যও রয়েছে পূর্বাভাস। উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বুধবার বৃষ্টি নামতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এমন তথ্যই প্রকাশ্যে আসছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর বিহার, ঝাড়খণ্ড, উত্তর উত্তরপ্রদেশ, গোয়া, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধপ্রদেশেও বজ্রগর্ভ মেঘের সঞ্চারে আকাশ কালো হয়ে বৃষ্টি নামবে বলে মনে করা হচ্ছে। এসবের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সম্ভাবনা আজ প্রবল।
গত কয়েকদিন ধরে বেঙ্গালুরুতে এক নাগাড়ে বৃষ্টি হলেও, দক্ষিণ কর্ণাটক আজ শুষ্কই থাকবে বলে জানা যাচ্ছে। দক্ষিণ কর্ণাটকের পাশাপাশি কেরল, ওড়িশা, তামিলনাড়ুতে সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থাৎ বুধবার বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত এক নাগাড়ে বৃষ্টির জেরে ভাসতে শুরু করেছে বেঙ্গালুরু। মুম্বইতেও শুরু হয়েছে একটানা বৃষ্টি।
দেখুন আজকের আবহাওয়ার পূর্বাভাসে কী জানানো হল...
Todays ( 21 May ) Forecast: very intense thunderstorms expected over north Karnataka, Maharashtra, Telangana, Andhra Pradesh, west Bengal, north Bihar, Jharkhand, North UP, Uttrakhand, Goa, southwest MP and northeast India (Sikkim, Assam, Meghalaya Mizoram, Nagaland Tripura,… pic.twitter.com/5aYzMaFqkZ
— All India Weather (@pkusrain) May 21, 2025