West Bengal Weather Update: রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিমা হাওয়া, ঠান্ডা ভাব বজায় থাকলেও শীত এখনই পড়বে না
শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ২৫ নভেম্বর: রাজ্যে (West Bengal) ঢুকছে উত্তর-পশ্চিমা হাওয়া। ফলে ঠান্ডা ভাব বজায় রয়েছে। হাল্কা চাদরে ঢাকতে হচ্ছে শরীর। কিন্তু এখনই কম্বল মুড়ি দেওয়ার মত জাঁকিয়ে শীত পড়তে দেরী রয়েছে। এমন পরিস্থিতিতে হতে পারে কয়েক পশলা বৃষ্টিও। আলিপুর আবহাওয়া (Weather) অফিস জানাচ্ছে, জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) ও হিমাচলে (Himachal Pradesh) তুষারপাতের জেরেই রাজ্যে প্রবেশ করছে উত্তর-পশ্চিমা শীতল বায়ু৷ তাই সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকছে।

আজ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বিগত তিন দিনের হিসেবে তাপমাত্রা দিনের বেলায় ১ ডিগ্রি করে বাড়ছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে (North Bengal)৷ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি (Rain) হতে পারে৷ পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা নামছে৷ শুষ্ক রয়েছে বাতাস৷ আগামী কয়েক দিন কলকাতায় (Kolkata) তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে৷ দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ (Sky) থাকবে৷ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ তাপমাত্রা স্বাভাবিক থাকবে৷ আরও পড়ুন: West Bengal Weather Update: রবিবারও আবহাওয়া শুষ্ক, শহর কলকাতায় বেশ ঠাণ্ডা-ঠাণ্ডা ভাব

হিমালয়ের (Himalaya) পাদদেশের জেলাগুলিও ঘন কুয়াশাচ্ছন্ন রয়েছে। সেখানে জাঁকিয়ে শীত (Winter) পড়েছে। ঘন কুয়াশার (Fog) হাত ধরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ভারী তুষারপাত।