কলকাতা, ১৭ সেপ্টেম্বর: আগামীকাল (Weather Forecast Tomorrow) কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা আর নেই। নিম্নচাপ (Depression) ক্রমশ দুর্বল হতে শুরু করায় কলকাতা এবং জেলাগুলিতে মঙ্গলবার সেভাবে বৃষ্টি হয়নি। কয়েকটি জায়গায় শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Rain) হয়েছে। ফলে বুধবারও রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী। গত এক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও ভারী আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। সেই অনুযায়ী, বুধবারও হালকা বৃষ্টি কিছু জায়গায় হতে পারে বলে জানা যাচ্ছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর য়ে নিম্নচাপটি সক্রিয় ছিল, সেটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে বলে খবর। ফলে আগামীকালের আবহাওয়া বঙ্গে কেমন থাকবে, তা নিয়ে ধন্দ রয়েছে। নিম্নচাপ বাংলার উপর থেকে সরতে শুরু করায়, আগামী কয়েক ঘণ্টায় ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা।
ইতিমধ্যেই ঝাড়খণ্ডে (Jharkhand) অতি বৃষ্টির জেরে তেনুঘাট,পাঞ্চেৎ এবং ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। ফলে বীরভূম,বাঁকুড়া-সহ একাধিক জেলায় জল বাড়ছে। যা নিয়ে সোমবার রাতেই প্রত্যেককে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।