Flash Flood In West Bengal: বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা, নদীতে হড়পা বান, জলের তোড়ে ভেসে মৃত্যু ৮ জনের
Flash Flood (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৬ অক্টোবর:  প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘনা। বুধবার প্রতিমা নিরঞ্জনের সময় জলপাইপাইগুড়ির (Jalpaiguri) মাল বাজারের মাল নদীতে আচমকা হড়পা বানের জেরে পরপর বেশ কয়েকজন ভেসে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত মাল নদীতে হড়পা বানের জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতের পাশাপাশি নিখোঁজ আরও বহু। এমনই জানান জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা।

বুধবার প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই মাল নদীতে হড়পা বান আসে। দুর্ঘটনার পরপরই প্রশাসনের একাধিক ব্যক্তি সেখানে হাজির হন। শুরু হয় তল্লাশি। নদীতে (River) বোল্ডার ফেলা ছিল। ফলে প্রতিমা বিসর্জনের সময়  কিছুটা অসুবিধার মুখে পড়েন মানুষ। তবে সমস্ত অসুবিধার এক পাশে সরিয়ে সবাই যখন বিসর্জনে দেখতে ব্যস্ত, সেই সময় বিপর্যয় ঘটে।

 

হড়পা বানের (Flash Flood) জেরে মাল নদীতে যখন জল বাড়তে শুরু করে, সেই সময় কিছু বুঝে ওঠার আগেই অনেকে পড়ে যান সেখানে। ঘটনাস্থলে  হাজির হয়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাকারী দল উদ্ধার কাজ শুরু করে জোর কদমে।