কলকাতা, ১০ নভেম্বর: এবার বড় কথা বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী বলেন, ২০২৬ সালে বিজেপি যদি ক্ষমতায় আসে রাজ্যে, তাহলে টাটাকে ফেরানো হবে। টাটা গ্রুপ যাতে রাজ্যে নতুন করে বিনিয়োগ করতে পারে, সে বিষয়ে পদক্ষেপ করা হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
বর্ধমানের এক জনসভায় হাজির হয়ে শুভেন্দু অধিকারী বলেন, টাটা গোষ্ঠীর মাথায় বন্দুক ধরে, তাদের এ রাজ্য থেকে তাড়ানো হয়েছে। শুধু তাই নয়, 'ব্যাড এ-কে ছেড়ে গুড এম-র কাছে যাচ্ছি।' বাংলা ছাড়ার সময় টাটা গোষ্ঠীর তরফে এমন মন্তব্যও করা হয় বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। এরপর তাঁর আরও সংযোজন, বাংলা ছাড়ার সময় শুভেন্দু অধিকারী যে 'ব্যাড এম'-এর কথা বলেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে। অন্যদিকে 'গুড এম' বলতে তিনি নরেন্দ্র মোদীকেবোঝান বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু আরও বলেন, 'আমি কথা দিচ্ছি যে বিজেপি যদি ক্ষমতায় আসে ২০২৬ সালে, তাহলে বাংলায় টাটা গোষ্ঠীকে ফেরানো হবে।'
প্রসঙ্গত ২০০৮ সালে টাটা গোষ্ঠী রাজ্য ছাড়ে। ওই সময় ১ লাখি ন্যানো তৈরির পরিকল্পনা করে, রাজ্যে শিল্প গঠন করার কথা বলেও, শেষ পর্যন্ত বাংলা ছাড়তে হয় টাটা গোষ্ঠীকে। ওই সময় উত্তাল হয়ে ওঠে সিঙ্গুর। টাটা গোষ্ঠীর বিতাড়নের পরই রাজ্যে ৩৪ বছরের বাম জমানার অবসান হয়।
অন্যদিকে রাজ্যে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারকে চ্যালেঞ্জ করেই রাজ্যে ফের টাটা গোষ্ঠীকে ফেরানোর কথা বলেন শুভেন্দু অধিকারী।