কলকাতা: মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ (WBBSE Madhyamik Result 2023) হবে আগামী ১৯ মে। বুধবার রাতে একথা জানালেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (WB Education Minister Bratya Basu)।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি টুইট করেন, ১৯ মে ২০২৩, সকাল ১০টার সময় WBBSE তরফে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে।
২৩ ফেব্রুয়ারি থেকে মার্চের ৪ তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে কয়েক লক্ষ পরীক্ষার্থী প্রতিদিন তিন ঘন্টা ১৫ মিনিটের (১৫ মিনিট প্রশ্ন পড়ার জন্য) পরীক্ষা দিয়েছিল।
দেখে নিন, কীভাবে চেক করবেন পরীক্ষার ফলাফল-
প্রথমে wbbse.wb.gov.in ওয়েবসাইটে যাবেন। সেটা খোলার পর হোম পেজে থাকা WBBSE মাধ্যমিক রেজাল্ট ২০২৩ লিঙ্কে ক্লিক করুন। সেখানে যা তথ্য চাইছে তা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনার রেজাল্ট ডিসপ্লে-তে দেখা যাবে। এবার রেজাল্টের উপর ক্লিক করে পেজটিকে ডাউনলোড করুন।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
— Bratya Basu (@basu_bratya) May 10, 2023