Image used for representational purpose | (Photo Credits: Wikimedia Commons)

কলকাতা, ২২ ডিসেম্বর: নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুলের দরজা খুলে দিয়েছিল রাজ্য সরকার (West Bengal Goverment)। এরপর মনে করা হয়েছিল যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য স্কুল (School) খোলা হবে ধাপে ধাপে। কিন্তু করোনা (Corona) সংক্রমণে সেই সিদ্ধান্ত থেকে এখনও বিরত রয়েছে শিক্ষা দফতর। তাহলে কবে খুলবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল? এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যায়নি। তবে জানুয়ারীর আগএ স্কুল খোলার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

অবশ্য এর আগেই একটি বিঞ্জপ্তি জারি মিড ডে মিলের সামগ্রী অভিভাবকদের বিলির নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর। এবার সোমবার প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য স্কুল খোলার ইঙ্গিত দিয়ে বিকাশ ভবন নির্দেশ দিল অভিভাবকদের হাতে বই তুলে দিতে। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬,৩১৭ জন, মৃত্যু ৩১৮ জনের

পুস্তক সপ্তাহ পালন উপলক্ষে এই নির্দেশিকা জারি বেশ তাত্পর্যপূর্ণ। স্কুল যদি খোলা হত তাহলে মিড ডে মিলের সামগ্রী বা বই অভিভাবকদের হাতে তুলে দেওয়ার প্রয়োজন ছিল না। তবে আপাতত স্কুল খোলা হবে না বলেই এই নির্দেশগুলো দেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সরকারের তরফে স্কুল খোলা বা বন্ধ রাখার বিষয়ে বলা হয়নি।

পাশাপাশি, উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination) পর মাধ্যমিক (Madhyamik)। টেস্ট পরীক্ষা (Test Exam) বাধ্যতামূলক করেছিল মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education )। পর্ষদের (West Bengal Board Of Secondary Education) তরফে বিজ্ঞপ্তি (Notification) জারি করে জানানো হয়েছিল ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলিকে টেস্ট (Test) পরীক্ষা নিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র তৈরি করতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই। প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম লিখতে হবে।

প্রতিদিনের পরীক্ষা শেষে স্কুলগুলিকে প্রশ্নপত্র ইমেল মারফত পাঠাতে হবে testpaperwbbse@gmail.com এই ঠিকানায়। অথবা প্রশ্নপত্র পৌঁছে দিতে হবে পর্ষদের সল্টলেকের অফিসে ডেপুটি সেক্রেটারির (অ্যাকাডেমিক) দফতরে। যার ঠিকানা- নিবেদিতা ভবন, ষষ্ঠ তলা, DJ -8, সেক্টর -২ বিধাননগর, কলকাতা- ৭০০০১৯। ২০২২ সালের মাধ্যমিকের সিলেবাস মেনে প্রশ্নপত্র তৈরি করতে হবে স্কুলগুলিকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ পর্ষদের।