Corona Patient (Photo Credit: File Photo)

কলকাতা, ৯ জানুয়ারি: রাজ্যে (West Bengal) কোভিড (Cov id-19) আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেল। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্ত ৮৭১২ জন। কলকাতায় পজেটিভিটি হার ৪১.৯৩ শতাংশ। মানে ১০০ জনের কোভিড পরীক্ষা হলে শহরের ৪১ জনেরও বেশি জনের রিপোর্ট পজেটিভ আসছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২৬৭ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জন মারা গিয়েছেন।

রাজ্যে পজেটিভিটি রেট এখন ৩৩.৮৯%। রাজ্যে এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ১১১ জন। এমন অবস্থায় রাজ্যে লকডাউন হয় কি না তা নিয়ে জল্পনা চলছে। দিল্লিতে অবশ্য দৈনিক কোভিড আক্রান্ত ২২ হাজার ছাড়ালেও সেখানে এখনই লকডাউন হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  আরও পড়ুন: বিধিনিষেধে খানিকটা ছাড় দিল রাজ্য, রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে সেলুন-বিউটি পার্লার

দেখুন টুইট

রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৯,৯০১ জন। এত খারাপের মাঝে ভাল খবর হল, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৮২১৩ জন কোভিড জয় করে সুস্থ হয়েছেন। এদিকে, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে মুম্বইয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৯,৪৭৪ জন। মায়ানগীরতে করোনা আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে ৪% কমেছে।