Corona (Photo Credits: Twitter)

কলকাতা, ৫ জানুয়ারি: বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেল। যেখানে গতকাল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৪ হাজার ২২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১৭ জন করোনায় মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৩৮ জন করোনায় সুস্থ হয়েছেন। রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪২ জন। চিন্তার মধ্যেও ভাল খবর গত ২৪ ঘণ্টায় কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। যেভাবে লাফিয়ে লাফিয়ে রাজ্যে সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় স্বাস্থ্য দফতরের কর্তারা।

এদিকে,  করোনাভাইরাসে আক্রান্ত মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নিজের ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে সেই খবর জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ (TMC MP) অভিনেত্রী। মিমি চক্রবর্তীর পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তীও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত। কোভিডে কাবু অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও। আরও পড়ুন: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা

মঙ্গলবার করোনায় আক্রান্ত হন বলে জানান জনপ্রিয় লেখন শ্রীজাত মুখোপাধ্যায়। বাবুল সুপ্রিয়ও (Bbaul Supriyo) আক্রান্ত হন করোনায়। করোনা টিকা (Corona Vaccine) নেওয়া সত্ত্বেও কীভাবে ভাইরাসের কবলে আবার পড়লেন, তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

দেখুন টুইট

এদিকে, মুম্বইয়ে দৈনিক করোনা সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১৫ হাজার ১৬৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মায়ানগরীতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬১ হাজার ৯২৩ জন। কোভিডের কারণে এখন গোটা মুম্বইয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ১০৪ জন। মুম্বইয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গিয়েছেন। এদিকে, মুম্বইয়ের মেয়র আগেই জানিয়েছিলেন, দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়ালেই শহরজুড়ে সম্পূর্ণ লকডাউন করা হবে। সেই লকডাউন সীমারেখার সংখ্যার একেবারে চৌকাঠে দাঁড়িয়ে মুম্বই।