COVID 19 In West Bengal: ক্রমশ কমছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১০,৯৫৯ জন
Coronavirus (Photo Credits: Twitter)

কলকাতা, ২০ জানুয়ারি:  পশ্চিমবঙ্গে (West Bengal) কমল করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১০,৯৫৯ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। রাজ্য়ের স্বাস্থ্য দফতরের তরফে সন্ধ্যায় কোভিড (COVID 19)  রিপোর্ট প্রকাশ করতে সংক্রমণ নিয়ে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মানুষ। তবে করোনায় দৈনিক মৃত্যুর যে পরিংসখ্যান সামনে এসেছে গত ২৪ ঘণ্টায়,  তা থেকে ফের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। প্রসঙ্গত বুধবার রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ৩৮ জন। সেই সংখ্যায় ১ জনের ঘাটতি পড়লেও, মৃত্যুর সংখ্যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ছে স্বাস্থ্য দফতরের।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে, আজ রাজ্যে ৬৭,৩৬৭ জনের করোনা (Corona)  পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১০,৯৫৯ জনের রিপোর্ট পজিটিভ। কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগণা, মেদিনীপুর এবং উত্তরবঙ্গেও সংক্রমণ বাড়ছে।

আরও পড়ুন:  COVID 19 In Karnataka: চিন্তা বাড়াচ্ছে কর্ণাটক, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭,৭৫৪ জন

এদিকে গত ২৪ ঘণ্টায় কর্ণাটকেও (Karnataka) বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। কর্ণাটকে এদিন কোভিড আক্রান্ত  ৪৭,৭৫৪ জন। মৃত্য়ু হয়েছে ২৯ জনের।