COVID 19 In West Bengal: রাজ্যে ফের বাড়ল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, সংক্রমিত ২১,০৯৮ জন
Coronavirus Spreads (Photo Credit: File Photo)

কলকাতা, ১১ জানুয়ারি:  ফের রাজ্যে বাড়ল করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) নতুন করে আক্রান্ত হন ২১,০৯৮ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি রাজ্যে আজ মৃত্যু হয় ২১ জনের। অন্যদিকে রাজ্যে আজ পজিটিভি রেট বেড়ে দাঁড়াল ৩২.৩৫ শতাংশ।

পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লিতেও (Delhi) বাড়ল সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত ২১,২৫৯ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। পাশাপাশি দিল্লিতে পজিটিভ রেট ২৫.৬৫ শতাংশ। মঙ্গলবার দিল্লিতে টেস্ট হয়েছে ৮২,৮৮৪ জনের। ফলে রাজধানী শহরে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন:  COVID 19 In Delhi: দিল্লিতে উর্দ্ধমুখী করোনা সংক্রমণ, আজ আক্রান্ত ২১,২৫৯ জন

পশ্চিমবঙ্গ এবং দিল্লির পাশাপাশি মুম্বইতেও (Mumbai) বাড়ল আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার বাণিজ্যনগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,৬৪৭। পাশাপাশি মুম্বইতে করোনাভাইরাসে আক্রান্ত অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,০০,৫২৩।