কলকাতা, ১৩ নভেম্বর: শীত (Winter) পড়তে না পড়তেই ছন্দপতন। ফের বাড়ছে উত্তাপ। শনিবার সকালে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পরই শীতের আমেজ কিছুটা হলেও ফিঁকে হতে শুরু করে। যার জেরে শীতের আমেজ কাটিয়ে কলকাতা (Kolkata) সহ রাজ্যে বাড়তে শুরু করে উত্তাপ। আজ সকালে বৃষ্টির (Rain) জেরে আগামী কয়েকদিন রাজ্যবাসীকে কিছুটা হলেও গরম সহ্য করতে হবে বলে খবর। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণাতেও।
আরও পড়ুন: Norovirus: কেরলে হানা দিল সংক্রামক 'নরোভাইরাস', আক্রান্ত ১৩ জন পড়ুয়া
এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে তামিলনাড়ু, কেরল (Kerala), অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে বৃষ্টি শুরু হয়েছে। তামিলনাড়ুর চেন্নাই সহ বেশি কিছু জায়গায় যেমন বন্যার সতর্কতা জারি করা হয়েছে, তেমনি অন্ধ্রপ্রদেশের নেল্লোর সহ উপকূলবর্তী এলাকাতেও শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি।
গত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা নামতে শুরু করেছে বেঙ্গালুরু সহ কর্ণাটকের বেশ কয়েকটি জায়গায়। বেঙ্গালুরুতে বর্তমানে নিম্নচাপের বৃষ্টির জেরে তাপমাত্রা নামতে শুরু করেছে।