ফাইল ফটো (Photo Credits: PTI)

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিভ্রান্তিকর, ভুয়ো পোস্ট দেখা যাচ্ছে। বিভিন্ন ফেসবুকে গ্রুপে শেয়ার হচ্ছে যেসব ভুয়ো ফলের পোস্ট। পঞ্চায়েত নির্বাচনের ফল সবার কাছেই স্পষ্ট। রক্তারক্ত পঞ্চায়েত নির্বাচনে একেবারে একচেটিয়া জয় পেয়েছে তৃণমূল। কুড়িটি জেলা পরিষদই দখল করেছে রাজ্য়ের শাসক দল। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সবেতেই জয়জয়কার দিদির দলের। বিরোধীরা একে সন্ত্রাসের জয় বললেও, ফল যে পুরোটাই তৃণমূলের পক্ষে গিয়েছে তা নিয়ে কারও দ্বিমত নেই।

কিন্তু এক দফায় হওয়া পঞ্চায়েত নির্বাচনে যেসব জায়গায় লাগামছাড়া সন্ত্রাস,বুথ দখল সহ ভোটে অনিয়ম হয় রাজ্যজুড়ে এমন ৬৯৬টি আসনের ৭৬২টি বুথে পুনর্নিবাচন হয়েছিল। এই পুননির্বাচন হওয়া বুথ ও আসনগুলিতকে কে কটায় জিতেছে তা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেখা যাচ্ছে। যেহেতু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আলাদা করে সেটা উল্লেখ নেই। বেশ কয়েকটি পোস্টে দেখা যাচ্ছে পঞ্চায়েত ভোটে পুনর্নিবাচন হওয়া আসনগুলিতে একেবারে খারাপ ফল করেছে তৃণমূল। ঠিক মত ভোট হলে আসলে যে রাজ্যের শাসক দল ধরাশায়ী হবে তেমন বোঝানোর জন্যই এই তথ্য দেওয়া হচ্ছে। কিন্তু আসল সত্যিটা কী? আরও পড়ুন- রাজশেখর মান্থাকে কটুক্তি, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃ প্রণোদিত মামলা বিকাশ ভট্টাচার্যের

দেখুন ফল

পরিসংখ্যান বলছে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে যে ৭৬২টি বুথে পুনর্নিবাচন হয় তার মধ্যে তৃণমূল জেতে ৪৭০টি-তে। সেখানে বিজেপি ১০৩টি, কংগ্রেস ৯১টি, বামেরা জেতে ৬২টি ও নির্দল সহ অন্যান্যরা জেতে ৩৬টি-তে। পুনর্নিবাচন হওয়া বুথগুলিতে বামেদের ভরাডুবি হয়। কংগ্রেসের থেকেও পিছিয়ে থাকা তারা। সার্বিকভাবে এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় ৫৪.০৮ শতাংশ, বিজেপি ২৪ শতাংশ, বাম-কংগ্রেস-আইএসএফ মিলিয়ে ১৯.৭০ শতাংশ ভোট। গ্রামীন ভোটে ধস নেমেছে বিজেপির। বাম-কংগ্রেস আগের থেকে শক্তিশালী হলেও তৃতীয় স্থানেই আছে। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জায়গায় যে ব্যাপক সন্ত্রাস হয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আবার এ কথাও ঠিক শান্তিপূর্ণ ভোট হওয়া জায়গাগুলিতেও বিরোধী বলার মত ফল করতে পারেনি।