কলকাতা, ১৮ অক্টোবর; রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Election) হবে আগামী বছর মার্চ-এপ্রিলে। ভোটগ্রহণ প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। গতবারের মতো এবারেও রাজ্যে ভোট হবে বেশ কয়েক দফায়। কমিশন সূত্র খবর, পঞ্চায়েত ভোটের পুরো প্রক্রিয়া মার্চ-এপ্রিল মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করতে চাইছে সরকার। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের মাধ্যমেই হবে পঞ্চায়েত নির্বাচন। তেমনই ইঙ্গিত দিল নির্বাচন কমিশন।
নভেম্বরের শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ হলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি, সহ-সভাধিপতি পদ সংরক্ষণের কাজ শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বরের মধ্যেই। তারপরই জানুয়ারি মাসের শুরুতে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপতি জারি হতে পারে। তবে নির্বাচন কোনওভাবেই ফেব্রুয়ারি মাসে আগে সম্ভব নয়।
এদিকে, পঞ্চায়েতের মত হাওড়া পুরসভা নির্বাচনও হতে পারে আগামী বছর। আগামিকাল খসড়া তালিকা প্রকাশ হতে পারে। তাতে উল্লেখ থাকবে ২০টি জেলার আসন সংরক্ষণ এবং বিন্যাসের তথ্য। সেই তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে জেলাশাসক এবং নির্বাচন কমিশনের কাছে তা জানানো যাবে আগামী ২ নভেম্বরের মধ্যে। হাওড়া পুর এলাকায় ওয়ার্ডের সংখ্যা ৫০। এর মধ্যে কয়েকটি ওয়ার্ড ভেঙে ছোট করতে হবে। তখন ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৬। তারপরে হবে পুরভোট।