Poll Results: পুরভোটে সেঞ্চুরি তৃণমূলের, ১০৮ পুরসভার মধ্যে ১০২ নট আউট দিদির দল, ২ হাজারের বেশি ওয়ার্ডে জয় শাসক দলের, বিরোধীদের একমাত্র পুরসভা জয় বিজেপির নয় বামেদের
Mamata Banerjee, TMC. (Photo Credits: Twitter)

কলকাতা, ২ মার্চ: রাজ্যের ১০৮ পুরসভার ভোটের ফলে বোর্ড দখলে সেঞ্চুরি মার্ক পেরিয়ে গেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ১০২টি-তে জিতল তৃণমূল। ৪টি পুরসভার ফলাফল ত্রিশঙ্কু আছে। বিরোধীরা একটি পুরসভাতেই জিতেছে। আর সেটা বিজেপি নয় জিতেছে বাম দলেরা। চারটি পুরসভার ফল ত্রিশঙ্কু আছে। মানে ওই চারটি পুরসভাতে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। রাজ্যের ১০৮টি পুরসভার ভোট ২২৭৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। তৃণমূল এখনও পর্যন্ত ২০২৭টি ওয়ার্ডে জয়ী হয়েছে, সেখাবনে বিজেপি জিতেছে মাত্র ৬৩টি-তে। দক্ষিণ ২৪ পরগণা থেকে বর্ধমান-বীরভূম, বালুরঘাট-উত্তর ২৪ পরগণা সব জায়গাতেই শুধু তৃণমূল আর তৃণমূল। রাজ্যের ৩০টি পুরসভা পুরোপুরি বিরোধী শূন্য। আরও অধিকাংশ পুরসভাতেই কোথাও বিরোধীরা ২টো, কোথাও আবার ১টি করে আসনে জিতেছে।

ভোটের আগে তৃণমূলের বিদ্রোহীদের নিয়ে যেভাবে শোরগোল পড়ে গিয়েছিল, দেখা গেল তারা সেভাবে প্রভাব ফেলতে পারেননি। আর পুরভোটের পরদিন সন্ত্রাসের প্রতিবাদে বনধ ডাকা বিজেপির ফল একবারে খারাপ হল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকা বালুরঘাট পুরসভায় বিজেপি কোনও আসন জিততে পারেনি। কাঁথিতে ক্ষমতাচ্যুত হল অধিকারী পরিবার। ভাটপাড়ায় অর্জুন সিংয়ের গড় ভেঙে পড়ল। দিলীপ ঘোষের খড়গপুরেও খারাপ ফল হল বিজেপি-র। পূর্ব বর্ধমান থেকে দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম বেশিরভাগ জেলাতেই একটা ওয়ার্ডেও জিততে পারেনি বিজেপি। কলকাতা পুরসভায় ভোটপ্রাপ্তিতে শতাংশের বিচারে তিনে চলে গিয়েছিল বিজেপি। ১০৮ পুরসভার ভোটেও তাই হল। বামেরা কিছুটা হলেও প্রধান বিরোধী দলের জায়গা উদ্ধারের দিকে গেল। আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের গড়ে বিজেপির ফল কেমন হল দেখুন

আজ বুধবার রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা (West Bengal Municipal Elections Result)। এই মুহূর্তে একটি দুটি করে ওয়ার্ডের ফলাফল প্রকাশ্যে আসছে। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন। সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকালই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভায় জিতেছে তৃণমূল কংগ্রেস। এদিকে ঘাটাল পুরসভার স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী বিজেপি ও কংগ্রেস। কারণ রবিবার রাতে সেখানে ঘণ্টা দেড়েকের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। যদিও প্রশাসন এনিয়ে মুখে কুলুপ এঁটেছে।