West Bengal Municipal Elections 2022 Result: চার দশক পর কাঁথি পুরসভা হাতছাড়া অধিকারী পরিবারের, ১০৮ পুরভোটেও জয়জয়কার তৃণমূলের
Shuvendu Adhikari (Poto Credits: Facebok)

কলকাতা, ২ মার্চ: রাজ্যের ১০৮ পুরসভার ভোটেও সেই এক ছবি। উত্তর থেকে দক্ষিণ, আলিপুরদুয়ার থেকে কাঁথি, বর্ধমান খেকে বীরভূম সব জায়গাতেই তৃণমূলের জয়জয়কার। বিরোধীদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ৯৩টিতে জিতে নিয়েছে তৃণমূল। ৬টি পুরসভার ফল ত্রিশুঙ্কু। বামফ্রন্ট ১টি পুরসভা দখলের পথে। সেখানে বিজেপির হাত এখনও শূন্য। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও বিজেপি-কে অনেকটা পিছনে ফেলে পুরসভা জয়ের পথে তৃণমূল। কলকাতা পুরসভার পর, আসানসোল-বিধাননগর-চন্দনন গর-শিলিগুড়ি পুরনিগমের ভোটে তৃণমূলের যেমন একচেটিয়া জয় দেখা গিয়েছিল, ঠিক তেমনই আজ ১০৮ পুরসভার ফলেও সেই এক ছবি।

তৃণমূলের জয়জয়কারের একটা ছোট্ট পরিসংখ্যান- রাজ্যের ১০৮টি পুরসভার মোট ২২৭৪টি ওয়ার্ডের ফলপ্রকাশ হচ্ছে। তার মধ্যে যেখানে তৃণমূল এখনই জিতেছে ১৮৮২টি ওয়ার্ডে,  সেখানে বিজেপি জিতেছে মাত্র ৫৮টিতে। অথচ  লোকসভা ও বিধানসভায় বিজেপি যে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল সেখানও ভোট হয়েছিল।

তবে সবচেয়ে বড় খবর হল দীর্ঘ ৪ দশক পর কাঁথি পুরসভা হাতছাড়া হল অধিকারী পরিবারের। অধিকারী পরিবারের সরাসরি কেউ কাঁথি পুরসভায় না লড়লেও, বিজেপি শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠদেরই প্রার্থী করেছিল। কিন্তু কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতে জিতে পুরসভা দখল করেছে তৃণমূল, সেখানে বিজেপি জিতেছে মাত্র ৩টি ওয়ার্ডে। বিভিন্ন আসনে শুভেন্দুর নেতৃত্বে লড়া বিজেপি প্রার্থীরা হেরেছেব, সঙ্গে কাউন্সিলর ভোটে লড়ে পরাস্ত হয়েছেন কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিং। আরও পড়ুন:

তবে বিজেপি-র কাছে মন্দের ভাল কাঁথি দক্ষিণের দলীয় বিধায়ক অরূপ দাসের ১৭৮ ভোটের ব্যবধানে জয়। শিশিরের কাঁথির মত শুভেন্দুর খাসতালুক তমলুকেও তৃণমূল পুরসভা দখলের পথে। সেখানে ২০টি ওয়ার্ডের মধ্যে ৮টি-তে এগিয়ে তৃণমূল, ৪টি-তে জয়ী বিজেপি। তবে এগরায় তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে বিজেপি। রাজ্যের মন্ত্রী অখিল গিরির এলাকার পুরসভায় ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭টি-তে এগিয়ে তৃণমূল, ৫টিতে এগিয়ে বিজেপি, ১টি-তে কংগ্রেস ও একটিতে এগিয়ে নির্দল প্রার্থী।