Muhammad Yunus Photo seen on the road in front of Siliguri Municipal Corporation (Photo Credits: ANI)

সনাতনী ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das) রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারি পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বেশ উত্তপ্ত। দিকে দিকে বিক্ষপ্ত সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটছে। সেই সমস্ত চিত্র উঠে আসছে সমাজমাধ্যমের পাতায়। এরই মাঝে ভাইরাল একটি ভিডিয়ো ঘিরে ভারতে তোলপাড় কাণ্ড। ঢাকার একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ভারতের পতাকার প্রতীকী ছবি রাখা হয়েছে। যার উপর দিয়ে হেঁটে ছাত্রছাত্রীরা প্রবেশ করছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। ভারত এবং ভারতীয় পতাকার অবমাননা করার অভিযোগে চটেছেন দেশবাসী। ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের নিন্দায় সরব হয়েছেন ভারতের জনগণ। ওপার বাংলাকে এবার পালটা জবাব ফিরিয়ে ফিল এপার বাংলা।

শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় সারি দিয়ে বিছিয়ে রাখা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) ছবি। তাতে লেখা, 'এই ছবিতে থুথু ফেলুন। আমার মুখে জুতো মারুন'। ইউনূসের ছবি লাগানো ওই পোস্টারের উপর দিয়েই হেঁটে চলেছেন পথচলতিরা।

শিলিগুড়ির রাস্তায় ইউনূসের ছবি... 

সনাতনী ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারির পর থেকে বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার জেরে নয়া দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক টালমাটাল করছে। এমতাবস্থায়, ভারতকে শান্তি ফেরানোর বার্তা দিয়েছে বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইউনূসের প্রেস সচিবের দাবি, সমাজমাধ্যমে উত্তেজনার যে চিত্র তা কৃত্রিম ভাবে ছড়ানো হচ্ছে। ফলে ভারতের কাছে এর ভুল ব্যাখ্যা পৌঁছচ্ছে। তবে বাংলাদেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ভারতের পতাকার প্রতীকী বিছিয়ে রাখা এবং তার উপর দিয়ে হেঁটে পড়ুয়াদের ভিতরে প্রবেশ করার যে চিত্র ভাইরাল হয়েছে তা অস্বীকার করেননি ইউনূস প্রেস সচিব শফিকুল আলিম। এই ঘটনার নিন্দা করেছেন তিনিও।