লক্ষ্মীরতন শুক্লা (Picture Source: Social Media)

কলকাতা, ৫ জানুয়ারি: রাজ্যে আরও এক মন্ত্রীর পদত্যাগ। মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তিনি ইস্তফা পাঠিয়েছেন। তাঁর পাঠানো ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। তবে এখনই তিনি অন্য দলে যাচ্ছেন কি না, তা স্পষ্ট নয়৷

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন লক্ষ্মীরতন শুক্লা৷ হাওড়ায় দলের জেলা সভাপতি পদেও ছিলেন৷ সেই পদও ছাড়ছেন তিনি৷ মন্ত্রিত্ব এবং দলের জেলা সভাপতির পদ ছাড়লেও বিধায়ক পদ এখনই ছাড়ছেন না৷ ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে তৃণমূলের সাংগঠনিক কাজে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। আরও পড়ুন, সৌরভকে দেখতে কলকাতায় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি, বুধবার বাড়ি ফিরবেন মহারাজ

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরেই বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়ছেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাবুল জানিয়েছন, লক্ষ্মী কাজের মানুষ। তৃণমূলে থেকে হয়তো কাজ করতে সমস্যা হচ্ছিল সেই কারণেই ইস্তফা। তবে কাজের মানুষ বিজেপিতে যোগ দিলে ভালো হবে বলেই মত বাবুলের। তবে এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবে বলে মত তাঁর।