কলকাতা: পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (West Bengal BJP chief Sukanta Majumdar) রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (TMC Chief & WB CM Mamata Banerjee) হিটলারের (Hitler) সঙ্গে তুলনা করেছিলেন (comparison)। বুধবার তার জবাব দিতে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (PM Narendra Modi) হিটলার বললেন মমতার মন্ত্রিসভার সদস্য ও তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (West Bengal minister and TMC leader Chandrima Bhattacharya)। ভারত সরকারের (Govt of India) নন্দলাল (Nand Lal) বলেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের মন্তব্য সম্পর্কে জবাব দিতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "ভারত সরকারের নন্দলালের দিকে তাকিয়ে দেখুন। তিনি হিটলার। তিনি বলেন যে ভারত (India)সেটাই বলে যেটা তিনি বলেন। তাহলে আসলে হিটলার কে হল? মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলারের সঙ্গে তুলনা করার মানে হচ্ছে মূর্খের স্বর্গে বাস করা (living in a fool's paradise)।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | "Look at the 'Nand Lal' of Govt of India. He is Hitler. He says that India says what he says. So, who actually is Hitler? Comparing Mamata Banerjee to Hitler is like living in a fool's paradise," says West Bengal minister and TMC leader Chandrima Bhattacharya on State… pic.twitter.com/qi3lY0TSAV
— ANI (@ANI) May 3, 2023