Photo Credits: ANI

কলকাতা, ৫ মে: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়াতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী শুভেন্দু অধিকারীর গাড়ির ধাক্কায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে,তাঁর নাম শেখ ইসরাফিল। স্থানীয় কিছু মানুষের অভিযোগ, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ধাক্কাতেই সেখ ইসরাফিলেরমৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে পুলিশ সুপার জানান, চণ্ডীপুরে দুর্ঘটনার খবর পেয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখে তবেই তা নিয়ে বলতে পারবেন বলে জানান পুলিশ সুপার।

ওই ঘটনার পরপরই দিঘা-নন্দকুমার রোডে প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা। যদিও পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলে দাবি করেন স্থানীয়রা। যদিও শুভেন্দু অধিকারীর তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।