Photo Credits: ANI

শিলিগুড়ি: রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের সফরসূচীতে আচমকা বদল এনে শুক্রবার রাতে কোচবিহার পৌঁছে গেছিলেন। শনিবার কোচবিহারের বিভিন্ন এলাকায় ঘুরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া হিংসার কারণে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দেন। এরপরই তাঁকে আক্রমণ করতে শুরু করছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল।

রবিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে রাজ্যপালের পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari)। পাশাপাশি তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে (TMC)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যপাল (Governor) আমাদের সাংবিধানিক প্রধান (constitutional head) এবং তিনি তাঁর কর্তব্য (duties) করার চেষ্টা করছেন। এখানে আইনের শাসন (lawlessness situation) পুরোপুরি বিপর্যস্ত। পারিবারিক শাসন (Family rule) চলছে এই রাজ্য। আমরা তাই এখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে (restore democracy) লড়াই করছি।" আরও পড়ুন: West Bengal: খড়পুরের আইআইটি ক্যাম্পাসে আগুন, পুড়ে ছাই বহু নথি

দেখুন ভিডিয়ো: