কলকাতা, ২৩ মে: রাজ্যে ৪২টি লোকসভা আসন (West Bengal Lok Shabha 2019 Results) এর ভোটের গণনার শুরু থেকেই তৃণমূলকে চাপে রাখছে বিজেপি। দুপুর তিনটে পর্যন্ত খবর অনুযায়ী রাজ্যের ১৯টি আসনে এগিয়ে আছে বিজেপি। প্রাথমিক ফলাফল দেখে মনে হচ্ছে এক্সিট পোলে যেমনটা দেখানো হয়েছিল, এমন ট্রেন্ড বজায় থাকলে রাজ্যে তার থেকেও ভাল ফল করতে পারে বিজেপি (BJP)। উত্তরবঙ্গে তো বটেই দক্ষিণ বঙ্গেও মোদী ঝড় চলছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ২২টিতে, বিজেপি এগিয়ে ১৯টি-তে, কংগ্রেস এগিয়ে ১টি আসনে। ব্যারাকপুর, আসানসোল, রায়গঞ্জ, বাঁকুড়া, পুরুলিয়ার মত কেন্দ্রে এগিয়ে বিজেপি। আপাতত পাওয়া হিসেব অনুযায়ী তৃণমূল ৪৫ শতাংশ ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে ৩৯ শতাংশ ভোট। আসুন দেখে নেওয়া যাক--
এক নজরে কোন কোন কেন্দ্রে কে কে এগিয়ে, পিছিয়ে
ডায়মন্ড হারবার (DIAMOND HARBOUR)
এগিয়ে তৃণমূল প্রাথী অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা উত্তর (KOLKATA UTTAR)
এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জি
কলকাতা দক্ষিণ (KOLKATA DAKSHIN)
জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়
যাদবপুর (JADAVPUR)
অনেকটা এগিয়ে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। দ্বিতীয় স্থানে বিজেপি-র অনুপম হাজরা। তৃতীয় স্থানে সিপিএমের বিকাশ ভট্টাচার্য।
মথুরাপুর (MATHURAPUR)
এগিয়ে তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জটুয়া।
জয়নগর (JAYNAGAR)
এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল।
বসিরহাট (Basirhat)
এগিয়ে তৃণমূল প্রার্থী নুসরত জাঁহান।
বারাসত (Barasat)
এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।
দমদম (DUM DUM)
এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। দ্বিতীয় স্থানে বিজেপি-র শমিক ভট্টাচার্য।
বিষ্ণুপুর (BISHNUPUR)
এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
বাঁকুড়া (BANKURA)
পিছিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জী।
পুরুলিয়া (PURULIA)
এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতো। পিছিয়ে তৃণমূল প্রার্থী ডঃ মৃগাঙ্ক মাহাতো।
ঝাড়গ্রাম (JHARGRAM )
এগিয়ে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম।
মেদিনীপুর (MEDINIPUR)
এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পিছিয়ে মানস ভুঁইয়া
ঘাটাল(GHATAL)
পিছিয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। এগিয়ে বিজেপি-র ভারতী ঘোষ।
কাঁথি (KANTHI)
এগিয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী শিশির অধিকারী।
তমলুক (TAMLUK)
এগিয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী দিব্যেন্দ্যু অধিকারী।
আরামবাগ (ARAMBAG )
এগিয়ে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার।
হুগলি (HOOGHLY)
এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তৃণমূল প্রার্থী প্রার্থী ডঃ রত্না দে নাগ
শ্রীরামপুর (SERAMPORE)
এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হাওড়া (HOWRAH)
এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ।
উলুবেড়িয়া (ULUBERIA)
এগিয়ে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ।
ব্যারাকপুর (BARRACKPUR)
এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং।
বনগাঁ (Bangaon )
এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।
আসানসোল (ASANSOL)
এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
বোলপুর (BOLPUR)
এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল
বীরভূম (BIRBHUM)
এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। পিছিয়ে দুধকুমার মণ্ডল।
বর্ধমান-দুর্গাপুর (BARDHAMAN-DURGAPUR)
সামান্য ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
বর্ধমান-পূর্ব (BARDHAMAN PURBA)
এগিয়ে তৃণমূল প্রার্থী সুনীল কুমার মণ্ডল।
রানাঘাট (Ranaghat)
এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।
কৃষ্ণনগর (KRISHNANAGAR)
এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মিত্র। পিছিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।
বহরমপুর (BAHARAMPUR)
এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী
মুর্শিদাবাদ (MURSHIDABAD)
এগিয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের খান।
জঙ্গিপুর (JANGIPUR)
এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তৃতীয় স্থানে প্রণব পুত্র অভিজিত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে বিজেপি।
মালদহ দক্ষিণ (MALDAHA DAKSHIN)
এগিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী । পিছিয়ে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী (ডালু)
মালদহ উত্তর (MALDAHA UTTAR)
এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পিছিয়ে তৃণমূল প্রার্থী তথা গতবার জেতা মৌসম বেনজির নূর।
বালুরঘাট (BALURGHAT)
এগিয়ে বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার। পিছিয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।
রায়গঞ্জ (RAIGANJ)
অনেকটা এগিয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। ক্রমশ পিছিয়ে পড়ছেন সাংসদ মহম্মদ সেলিম।
দার্জিলিং (DARJEELING)
এগিয়ে বিজেপি প্রার্থী অমর বিস্ত।
জলপাইগুড়ি (JALPAIGURI )
এগিয়ে তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন।
আলিপুরদুয়ার (ALIPURDUAR)
এগিয়ে বিজেপি প্রার্থী জন বার্লা।
কোচবিহার (COOCHBEHAR )
এগিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।