অবশেষে ১১ দিন পর কর্মবিরতি তুলে নিলেন আন্দোলনরত চিকিৎসকেরা। জানা যাচ্ছে আগামী শনিবার থেকেই তাঁরা ফিরবেন কাজে। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানালেন জুনিয়র চিকিৎসকেরা (Junior Doctors)। জানা যাচ্ছে, মুখ্যসচিবের নির্দেশিকাতে সম্মতি জানিয়েই কাজে ফিরতে চলেছেন তাঁরা। শনিবার থেকে জরুরি পরিষেবায় তাঁরা কাজ শুরু করলেও ওপিডি আপাতত বন্ধ থাকবে। এদিন চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তাঁদের শর্ত পুরোপুরিভাবে মেনে নেওয়া হলে তবেই তাঁরা ওপিডিতে ফিরবেন তাঁরা। তবে কোনওভাবে যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আবার তাঁরা আন্দোলনে ফিরবেন বলেনও জানিয়ে দিয়েছেন।
শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে কর্মবিরতি তুলবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার থেকে সকলে কাজে ফিরবেন ঠিকই, সেই সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলিতে মেডিকেল ক্যাম্প খুলবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আন্দোলনরত চিকিৎসকেরা জানিয়েছেন, "আমাদের কাজে ফেরার সদিচ্ছা রয়েছে। তাই আমরা কর্মবিরতি তুলে আপাতত কাজে ফিরছি। তবে আমাদের দাবি ভবিষ্যতে না মানা হলে আবার আমরা আন্দোলনে ফিরব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) স্বাস্থ্যসচিবের পদত্যাগের বিষয়ে আশ্বাস দিয়েছেন। তিনি কিছু সময় চেয়েছেন। আমরা সেটা দিয়েছি। তবে আমাদের লড়াই জারি থাকবে"।
Kolkata, West Bengal | RG Kar Rape and Murder Case | West Bengal Junior Doctors front to call off their strike tomorrow. To return to work on Saturday. Emergency services will resume but OPD services to remain suspended. pic.twitter.com/GQF41RViky
— ANI (@ANI) September 19, 2024
এদিন বন্যা কবলিত এলাকায় যাওয়া প্রসঙ্গে চিকিৎসকেরা জানান, "আমরা মানুষের পাশে রয়েছি। সেই কারণেই আমরা বন্যা এলাকায় গিয়ে ক্লিনিক খুলবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনও রাজনীতি করতে আসিনি, আমরা ন্যায় বিচারের জন্য প্রতিবাদ করেছি"।