Ballygunge Submerged (Photo Credit: X/Screengrab)

পুজোর মুখে জলযন্ত্রণায় ভুগছে শহর কলসকাতা (Kolkata)। একটানা বৃষ্টির জেরে মঙ্গলবার থেকেই ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বৌবাজার, নাগেরবাজার, চিনার পার্ক, সেক্টর ফাইভ, করুণাময়ী, সুকিয়া স্ট্রিট, রাজা রামমোহণ সরণি, কেশব সেন স্ট্রিট, বালিগঞ্জ ফাঁড়ি, নিউ গড়িয়া, সন্তোষপুর অ্যাভিনিউ, বোসপুকুর সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে জল নামানোর কাজ। এই জলমগ্ন পরিস্থিতির মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শহরের বিভিন্ন প্রান্তে। জমা জলে বিদ্যুতের তার পড়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের অব্যবস্থার ওপর আঙুল তুলেছেন অনেকে।

অভিযোগের তির সিইএসসি-র বিরুদ্ধে

যদিও এদিকে পাল্টা সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা সিইএসসি-র বিরুদ্ধে আঙুল তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপলাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার একটি পুজো উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, এই ঘটনার সম্পূর্ণ দায় সিইএসসিকেই নিতে হবে। কারণ তাঁরা পরিকাঠামো উন্নত করছে না। সেই কারণেই রাস্তায় তার পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পরিবারপিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। বিদ্যুৎ বন্টন সংস্থাকেও ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিতে বলেছেন।

সিইএসসি-র বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি মুখ্যমন্ত্রী গোয়েঙ্কার সংস্থার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “বাংলায় ব্যবসা করবে, আর রাজস্থানের পরিকাঠামো উন্নত করবে। সিইএসসি যদি মৃতদের পরিবারের একজনকেও চাকরি না দেয়, তাহলে তাঁদের হোমগার্ডের চাকরি দেবে রাজ্য সরকার”। এদিন তিনি আরও জানান, শহরের বিভিন্ন জায়গার জল ইতিমধ্যেই নেমে গিয়েছে। লোল্যান্ডের জল কিছুটা রয়েছে। সেগুলি নামানোর কাজ চলছে।