কলকাতা, ২৩ জুলাই: ভাঙছে গঙ্গার (Ganga) পাড়। এক এক করে গ্রাম সব চলে যাচ্ছে নদীর গর্ভে (Ganga Grabs House)। প্রত্যেক বছর বর্ষায় যেমন করে গঙ্গার ভাঙন শুরু হয় এবারও তার অন্যথা হয়নি। ফলে গঙ্গার গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে একের পর এক বাড়ি, ঘর, গাছপালা সব। যাঁরা বিগত কয়েক দশক ধরে গঙ্গাকে সাক্ষী রেখে নিজেদের বাড়ি, ঘর তৈরি করেছেন, গ্রাম সাজিয়েছেন, এবার তাঁদের ফিরে যাওয়ার পালা। শুনতে অবাক লাগলেও, মালদার (Malda) ইংলিশ বাজারে (English Bazar) এমনই সব ছবি চোখে পড়তে শুরু করেছে।
মালদায় হু হু করে গঙ্গার ভাঙন শুরু হয়েছে। ফলে শ্রীকান্ত টোলা (Srikanto Tola) নামে একটি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। শ্রীকান্ত টোলার বাড়ি, ঘর সব নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে। গঙ্গার স্ত্রোতের টানে তলিয়ে যাচ্ছে মাটি। আর সেখানেই চুরমার হয়ে যাচ্ছে বহু মানুষের স্বপ্ন। তাঁদের কষ্টের বাড়িঘর। গঙ্গার এহেন ভাঙনের সামনে মানুষ অসহায়।
শ্রীকান্ত টোলার মানুষের অভিযোগ, তাঁরা প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসনের তরফে তাঁদের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে ওইটুকুই সার। কাজের কাজ কিছু হয়নি। অর্থাৎ গঙ্গা যেমন ফুঁসে বাড়ি, ঘর ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে, তা আটকানোর জন্য কোনও বাঁধ তৈরির ব্যবস্থা করা হয়নি। ফলে শ্রীকান্ত টোলার বিভিন্ন অঞ্চল কার্যত ভাঙতে শুরু করেছে। শ্রীকান্ত টোলার বাড়ি, ঘর গিলতে শুরু করেছে গঙ্গার জল। ক্রমশ ১৪ কিলোমিটার দূরে থাকা গঙ্গা বর্তমানে এগিয়ে আসতে আসতে স্থলভাগে আছড়ে পড়ছে। ফলে গঙ্গার স্রোতের টানে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি, সব নদী গর্ভে তলিয়ে যেতে শুরু করেছে।
অলোক কুমার মণ্ডল নামে এক ব্যক্তি নিজের ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে গঙ্গার ভাঙনের ছবি তুলে ধরেছেন। অলোক কুমার মণ্ডলের নিজের বাড়িও গঙ্গার জলে তলিয়ে যাওয়ার অপেক্ষায় দিন গুনছে।
দেখুন গঙ্গার ভাঙনের কোন ছবি পোস্ট করলেন এই ব্যক্তি...
দেখুন গঙ্গার জলে কীভাবে বাড়ি, ঘর সব ভেসে যেতে শুরু করেছে...
গঙ্গার ভাঙনে কীভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে শ্রীকান্ত টোলা গ্রাম...