কলকাতা, ১৭ অক্টোবর: ফরওয়ার্ড ব্লকের দলীয় কোন্দলের ফায়দা পেল কংগ্রেস। উত্তর দিনাজপুরের দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন বিধায়ক ইমরান রামজ ওরফে ভিক্টর যোগ দিলেন কংগ্রেসে। বাম জমানায় রাজ্যের মন্ত্রী থাকা ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানিও ভিক্টরের মতই বাম শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। রাজ্য নেতৃত্বের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল ইমরানের। আর বিবাদে নিয়ে গিয়ে দল ছাড়লেন ইমরান। এর ফলে প্রিয়রঞ্জন দাশমুন্সির জেলায় শক্তিশালী হল কংগ্রেস।
২০০৯ সালে প্রথম গোয়ালপোখর থেকে উপনির্বাচনে বিধায়ক হয়েছিলেন ভিক্টর। এরপর ২০১১ সালে কেন্দ্র বদলে নদিয়ার চাকুলিয়া থেকে জিতেছিলেন ভিক্টর।
দেখুন টুইট
West Bengal: Former Minister Hafiz Alam Sairani and former MLA Ali Imran Ramz (Victor) quit Left and joined Congress.#WestBengal
— Democracy Times Network (@TimesDemocracy) October 17, 2022
প্রাক্তন বিধায়ক ভিক্টরের ফরওয়ার্ড ব্লক ছাড়ার প্রধান কারণ কেন ফরওয়ার্ড নরেন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য ফরওয়ার্ড ব্লকে তাঁর সঙ্গে নীতিগত বেশ কিছু বিষয়ে তীব্র মতবিরোধ। এই মতপার্থক্য থেকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন উত্তর দিনাজপুরের দাপুটে নেতা ভিক্টর। দলের পতাকার রঙ বদল নিয়ে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছিলেন ভিক্টর। তাই ভিক্টরকে বহিষ্কার করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর দল।
ফরওয়ার্ড ব্লক থেকে বহিষ্কৃত হয়ে ভিক্টর সিপিআইএমের কাছে এসেছিলেন।কিন্তু এরপর অধীর চৌধুরী আগ্রহ দেখান ভিক্টরকে দলে পেতে। দীপা দাশমুন্সির জেলায় দলের সংহগঠনকে মজবুত করতে ভিক্টরকে খুব কাজে লাগবে কংগ্রেসের।