কলকাতা: রেশন দুর্নীতি (Corruption in Rationing distribution) মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী (West Bengal Former Food Minister) ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Forest Minister Jyotipriya Mallick) ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে (ED custody) পাঠানোর নির্দেশ দিল আদালত। আদালত থেকে হেফাজতে নেওয়ার আগে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করেন ইডির আধিকারিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে দিনভর তল্লাশি চালানোর পর শুক্রবার ভোর তিনটে নাগাদ সল্টলেকের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় জড়িত থাকার গ্রেফতার করে ইডি।
তারপর ভোরেই তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পাশাপাশি ইডির তরফে সরকারি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জ্য়োতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির কথা প্রকাশ করা হয়।
ধরার পড়ার পরে অবশ্য নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আরও পড়ুন: Mamata In Durga Puja Carnival: কলকাতায় দুর্গা পুজোর কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিয়ো