কলকাতা, ১৪ জুন: রাজ্যে করোনা সংক্রমণে (Corona) লাগাম এলেও, এখনও উদ্বেগ পুরোপুরি কাটেনি। তাই কোনও ঝুঁকি না নিয়ে রাজ্যে বাড়ানো হল বিধিনিষেধ। ১৫ জুন থেকে বিধিনিষেধের (COVID Restrictions) মেয়াদ বাড়ানো হল ১ জুলাই পর্যন্ত। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, রাজ্যে বাস (Bus)-লোকাল ট্রেন (Local Trains) সহ গণ পরিবহণ বন্ধই রাখা হল। রাজ্যে করোনা নিয়ে বিধিনিষেধ আরও দিন পনেরো বাড়িয়ে পয়লা জুলাই পর্যন্ত করা হল। তবে রাজ্যের আর্থিক দিকের কথা মাথায় রেখে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হল। শপিং মল, রেস্তোরাঁ ও বেসরকারী অফিস খোলার অনুমতি মিলল। আরও পড়ুন: মুকুল রায়কে পুরনো দায়িত্বেই ফেরাতে পারে তৃণমূল, ভিন রাজ্যেই পাখির চোখ দিদি-র
বাড়ল খুচরো দোকান খোলার সময়ও। টিকা নেওয়া মানুষদের জন্য মর্নিংওয়ার্কের জন্য পার্কও খোলার অনুমতি দেওয়া হল। শর্তসাপেক্ষে ইন্ডোর-আউটডোর শ্যুটিংয়ের অনুমতিও দেওয়া হল। ৫০ শতাংশ বসার জায়গা নিয়ে চালু করা যাবে রেস্তোরাঁ এবং পানশালাও৷
আগামিকাল, ১৫ জুন শেষ হচ্ছে রাজ্যে করোনা বিধির মেয়াদ। তার আগে আজ জানিয়ে দেওয়া হল বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিলেও পয়লা জুলাই পর্যন্ত কোভিড বিধিনিষেধ বাড়ানো হল রাজ্যে। এখনই পশ্চিমবাঙলায় লোকাল ট্রেন, মেট্রো বা সরকারি- বেসরকারি বাস পরিষেবা চালু হচ্ছে না৷ তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য খুচরো বাজারের সময় বাড়িয়ে, সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে৷ বাকি সমস্ত দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত৷