TMC: মুকুল রায়কে পুরনো দায়িত্বেই ফেরাতে পারে তৃণমূল, ভিন রাজ্যেই পাখির চোখ দিদি-র
মমতা ব্যানার্জি ও মুকুল রায়( credit-IANS)

কলকাতা, ১৪ জুন: বিজেপি (BJP)-র কেন্দ্রীয় সহ সভাপতির পদ ছেড়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy) ফিরেছেন তাঁর পুরনো দল তৃণমূলে (TMC)। জোর জল্পনা, রাজ্যে বিজেপি-কে অনেক কিছু দিলেও সেভাবে যোগ্য কিছু না পাওয়া মুকুলকে এবার দিদি কী দেন। শোনা যাচ্ছে, মুকুল রায়কে ফের আগের মত তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হতে পারে। তবে আগের মত এখনই তৃণমূলের নম্বর টু হতে না পারলেও, ভিন্ন রাজ্যে দলের সংগঠন বাড়ানোর মূল দায়িত্ব মুকুলের কাঁধেই দেওয়া হতে পারে। এর আগে তৃণমূলকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুকুলের বড় অবদান ছিল। আরও পড়ুন: বোকা বিড়ালটাকেও তৃণমূলে নিয়ে যান', এবার কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ তথাগতের

২০২৪ লোকসভায় ভাল কিছু করতে হলে বাংলার বাইরে ছাপ ফেলতে হবে তৃণমূলকে। আর তাই ভিন রাজ্য এখন পাখির চোখ তৃণমূলের। ত্রিপুরা, মনীপুরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিলেও অসম, বিহার এমনকী গো বলয়েও সংগঠনে জোর দিলে ভাল ফল সম্ভব বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। আর এখানে মুকুলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দতল। তবে উত্তরবঙ্গেও দলের হাল ফেরাতে মুকুলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে।

এদিকে, মুকুল রায়ের তৃণমূল ফিরে আসার পর বিভিন্ন জেলা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার বহু আবেদন আসছে। বিজেপিতে যাওয়া পুরনো তৃণমূল কর্মী-নেতাদের দলে ফেরার বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মুকুল যেহেতু শীর্ষস্তরের নেতা তাই তাঁর সহজেই দলে ফেরাটাকে ব্যতিক্রম হিসেবেই দেখা হচ্ছে।