ইভিএম Representational Image| (Photo Credits: PTI)

কলকাতা, ৮ এপ্রিল: আগামী ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার (4th Phase) বিধানসভা নির্বাচন (West Bengal Election 2021)। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার ও কোচবিহারের ৪৪ টি আসনে হবে ভোটগ্রহণ। চতুর্থ দফায় উত্তরবঙ্গে প্রথম ভোট শুরু হচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রে রয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চা থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রার্থীরা (Key Candidates) লড়ছেন তার তালিকাটি দেখে নিন এক নজরে।

১০ এপ্রিল যাঁদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে তাঁদের মধ্যে রয়েছেন-

  • তৃণমূলের মনোজ তিওয়ারি, যিনি কিনা রঞ্জি ট্রফির প্রাক্তন অধিনায়কও ছিলেন। শিবপুর কেন্দ্র থেকে তিনি দাঁড়াচ্ছেন।
  • বেহালা পশ্চিম থেকে লড়ছেন বর্তমান শিক্ষামন্ত্রী এবং বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়।  বিপরীতে বিজেপির প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
  • টালিগঞ্জ থেকে লড়ছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর বিপোর্টে রয়েছেন একজন পাল্লা ভারী বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সংযুক্ত মোর্চার হয়ে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ।
  • প্রাক্তন মেয়র এবং দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় তৃণমূলের হয়ে এবং বিজেপির হয়ে পায়েল সরকার লড়তে চলেছেন বেহালা পূর্ব আসন থেকে।
  • প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় ডোমজুড় থেকে বিজেপির হয়ে লড়ছেন।
  • হুগলি জেলার চুঁচুড়া থেকে লড়ছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি।
  • যাদবপুর আসন থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়তে লড়ছেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী।
  • এছাড়াও সিঙ্গুর থেকে লড়বেন সিপিআইএমের সৃজন ভট্টাচার্য।
  • বালি থেকে লড়বেন বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া অন্যদিকে সংযুক্ত মোর্চার নতুন মুখ সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর।

রাজ্যজুড়ে ষ্টার ক্যাম্পেনিংয়ে বারবার বিজেপির মুখ হয়ে উঠেছেন ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তথা মিঠুন চক্রবর্তীর মতো বলিউড অভিনেতারা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসা যাওয়া নিয়মিত চলছে। অন্যদিকে তৃণমূলও জয়া বচ্চনকে প্রচারে নামায়। টালিগঞ্জ কেন্দ্র সহ বেশকিছু রোড শোও করেন তিনি।