Photo Credits: IANS

কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) বিশ্ববিদ্যালগুলিতে চার বছরের ডিগ্রি কোর্স (4-year degree course) চালু করা মানে এটা নয় যে আমরা জাতীয় শিক্ষা নীতিকে (National Education Policy) মেনে নিচ্ছি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (West Bengal Education Minister Bratya Basu)।

এপ্রসঙ্গে ব্রাত্য় বসু বলেন, "এই শিক্ষাবর্ষ (current academic year) থেকেই রাজ্য সরকার চার বছরের ডিগ্রি কোর্স শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গে। তবে তা কখনই জাতীয় শিক্ষা নীতির সুপারিশ (recommendations) মেনে নিয়ে করা হবে না।" আরও পড়ুন: Mamata Banerjee On Wrestlers Protest: কুস্তিগীরদের সমর্থনে হাজরা থেকে রবীন্দ্রসদন পর্যন্ত প্রতিবাদ মিছিল মমতার, দেখুন ভিডিয়ো

 

বুধবার দুপুরে একটি টুইট করে তিনি জানান, একটা বিভ্রান্তমূলক খবর প্রচারিত হচ্ছে যে রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নিয়েছে। এটাকে সত্যের অপলাপ বললে কম বলা হবে। রাজ্য সরকার একটি সম্পূর্ণ পৃথক স্টেট এডুকেশন পলিসি তৈরি করেছে, যেখানে সমস্ত বেস্ট প্র্যাকটিসেস বা ভালো ব্যবস্থাগুলিকে নেওয়া হয়েছে।