ফাইল ফটো

চিনে একেবারে লাগামছাড়া অবস্থায় সে দেশের করোনা পরিস্থিতি। জাপান, দক্ষিণ কোরিয়া এমনকী আমেরিকাতেও কোভিড পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায়। অতীতের কথা ভেবে করোনা নিয়ে আশঙ্কার সিঁদুর মেঘ ভারতে। করোনা ঠেকাতে কোমর বেঁধে আসরে নেমেছে কেন্দ্রীয় সরকার। বাংলাতেও নতুন করে করোনা বিধি লাগু হতে পারে বলে জোর জল্পনা। তবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন কিন্তু বাংলার করোনা পরিস্থিতি নিয়ে একেবারেই চিন্তার কথা শোনালো না।

গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে মাত্র পাঁচজন কোভিডে আক্রান্ত হয়েছেন। করোনায় মৃত্যুও শূন্যতেই রয়েছে। করোনা সারিয়ে সুস্থ হয়েছে ৪জন। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪৭। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৩৯ জন, হাসপাতালে ৮জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১৭৮১ জন করোনা টিকা নিয়েছেন।

আরও পড়ুন-কোভিড পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

দেখুন টুইট

গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজার ৫১৬টি কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার ০.১১%। তবে এরপরেও সাবধানতার প্রয়োজন রয়েছে। চিনে দৈনিক আক্রা্ত ৩৫ লক্ষ ছাড়িয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশ, চিনে দৈনিক কোভিডের কারণে সাড়ে ৫ হাডার মানুষ মারা যাচ্ছেন। শেষকৃত্য করার লোক মিলছে না। ভারতের অতীত অভিজ্ঞতা ভাল নয়। তাই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতেই হবে।