প্রতীকী ছবি।

কলকাতা, ১৪ জুলাই: করোনার (Corona) জেরে রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ। আগামী ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধের মাত্রা বাড়ানো হল বলে জানানো হয়েছে। ফলে এবারও বন্ধ থাকছে লোকাল ট্রেন। ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন চলবে না বলে জানানো হয়েছে। লোকাল ট্রেন বন্ধ থাকলেও, চলবে স্টাফ স্পেশাল ট্রেন এবং মেট্রো রেল। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।

রাজ্যে (West Bengal) বিধিনিষেধের মধ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চললেও, শনি ও রবিবার তা বন্ধ থাকবে। এসবের পাশাপাশি বাস, ট্যাক্সি সহ অন্য যান চলাচল করবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নবান্নের তরফে।

তবে এই দফাতেও বন্ধ থাকবে স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়। অর্থাৎ আগামী ৩০ জুলাই পর্যন্ত রাজ্যের কোনও স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি নেই বলে স্পষ্ট জানানো হয়েছে। এসবের পাশাপাশি বন্ধ থাকছে সুইমিং পুল। তবে সাঁতারুদের প্রশিক্ষণের জন্য সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সুইমিং পুল খোলা থাকবে বলে জানানো হয়েছে। বন্ধ থকবে সমস্ত ধরনের সভা, সমাবেশ। বিয়ের অনুষ্ঠানের অনুমতি মিলবে তবে ৫০ জন অতিথি নিয়ে।