প্রতীকি ছবি

কলকাতা, ১ জুলাই: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্ৰমণ (Covid-19)। রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১, ৫০১ জন। মারণ ভাইরাসের বলি ২৭। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১,৮৮৯ জন। সুস্থতার হার ৯৭. ৪৮ শতাংশ। সুস্থতার সংখ্যা বৃদ্ধি পেলেও ভাবাচ্ছে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি।

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৭৩৫ জন। সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলল পশ্চিম মেদিনীপুর। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ১৪১ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১৩৬ জন। এরপরই রয়েছে দার্জিলিং। এখানে সংক্রমিত ১৩৫ জন। আরও পড়ুন, ফের হাজারের উপরে দৈনিক মৃত্যু, নতুন আক্রান্ত ৪৮,৭৮৬ জন

এদিকে, দেশে গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন৷ বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন৷ ২৪ ঘণ্টায় ভারতে করোনার বলি ১ হাজার ৫ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৩৪ জন৷