কলকাতা, ২১ জুন: রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা (West Bengal Coronavirus Cases) ক্রমশ নিম্নমুখী। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৭৯ জন। একই সময়ে মারণ ভাইরাসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৪২ জনের। প্রায় ৭৬ দিন পর মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। সুস্থতার হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে।
দিন কয়েক আগে যে উত্তর ২৪ পরগনায় চোখ রাঙাচ্ছিল মারণ ভাইরাস, সেখানেও আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায়, উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমিতদের সংখ্যা ২৯৫ জন। কলকাতাতেও সংক্রমণের সংখ্যা অনেকখানি কমেছে। একদিনে সেখানে আক্রান্তের সংখ্যা একদিনে সংক্রমিত সেখানকার ১৭৮ জন। এরপরই রয়েছে হুগলি, সেখানে আক্রান্তের সংখ্যা ১৭১ জন। আরও পড়ুন, ৫৩ হাজার ২৫৬ জন নতুন রোগী, দৈনিক মৃত্যু নামল দেড় হাজারের নিচে
আশা জাগিয়ে দেশেও কমেছে করোনা সংক্রমণের সংখ্যা। ৮৮ দিন পরে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ দেখল ভারত৷ রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন৷ গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮ হাজার ১৯০ জন৷ ২৪ ঘণ্টায় করোনার বলি ১ হাজার ৪২২ জন৷ সবমিলিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার ১৯৯ জন৷ এখনও পর্যন্ত করোনার মৃত্যুমিছিলে শামিল ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭ লাখ ২ হাজার ৮৮৭৷ টিকা পেয়েছেন ২৮ কোটি ৩৬ হাজার ৮৯৮ জন৷