নয়াদিল্লিঃ টানা ২৫ বছরের সাম্রাজ্য হাতছাড়া হয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে (Baharampur Lok Sabha) পরাজিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। অধীরের গড় বহরমপুর দখল করেছেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)। আর তারপর থেকে রাজনীতির অন্দরে কান পাতলে ভেসে আসছে নানা কথা । তবে কি এ বার রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন অধীর? অবশেষে মুখ খুললেন তিনি। আজ, শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, "মল্লিকার্জুন খাড়গে আমায় ফোন করেছিলেন। কাল, দিল্লি যাচ্ছি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে।" এখানেই শেষ নয়, আরও যোগ করেন, "দিল্লিতে অনেকে গুজব ছড়াচ্ছেন, আমি নাকি পার্টি এবং আমার দায়িত্ব থেকে পালিয়ে বেরাচ্ছি। অথচ আমার সঙ্গে আমার পার্টির নেতাদের নিত্য যোগাযোগ রয়েছে। আমায় দিল্লিতে ডাকাও হয়েছে। দিল্লিতে থাকব কাল, কেউ দেখা করতে আসতে চাইলে আসতে পারেন।"
এই খবরটিও পড়ুনঃ সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ মোদীর, প্রবীণ নেতাকে করজোড়ে প্রণাম
হারলে রাজনীতি ছেড়ে দেবেন, একথা নিজের মুখেই জানিয়েছিলেন। নির্বাচনের ফল প্রকাশের পর অবশ্য ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে বলেন,"রাজনীতিতে হার জিত আছে। কেউ অপরাজেয় নয়। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছিল। আমি হার স্বীকার করে নিয়েছি। তবে এটা বলতে পারি বাংলার রাজনীতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। আর ধর্মীয় মেরুকরণ ও ধর্মীয় বিভাজনের মাঝে আমি স্যান্ডউইচ হয়েছি তা স্পষ্ট।"
Murshidabad, West Bengal: Congress leader Adhir Ranjan Chowdhury says, "Mallikarjun Kharge called me and I am going to the CWC meeting tomorrow. People in Delhi are spreading rumours that I am drifting away from the party but all the party leaders called me and I am going to the… pic.twitter.com/hxDmCDdLGz
— ANI (@ANI) June 7, 2024