কলকাতা, ২৮ অক্টোবর: খড়দহের পানিহাটির বাসিন্দা প্রদীপ কর নিজের জীবন শেষ করে দিয়েছেন। প্রদীপ কর নিজের জীবন শেষ করার পিছনে এনআরসিকে দায়ি করেছেন। মৃত্যুর সময় সুইসাইড নোটে প্রদীপ কর লিখে রেখে গিয়েছেন, 'আমার মৃত্যু জন্য দায়ি এনআরসি'। বিজেপি যে মানুষের মধ্যে 'ভয়' তৈরি করে 'বিভাজনের রাজনীতি' করছে, এর থেকে আর বড় প্রমাণ কী হতে পারে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খড়দহের মহাজাতি নগরের বাসিন্দা বছর ৫৭-র প্রদীপ করের মৃত্য়ুর পর বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কড়া প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।
প্রদীপ করের মৃত্য়ুর ঘটনা নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে তুলে ধরে ফের বিজেপিকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, 'বিজেপি বছরের পর বছর ধরে এনআরসির হুমকি দিচ্ছে। এনআরসির হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছে। সেই সঙ্গে ছড়িয়েছে মিথ্যে, আতঙ্ক।'
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভোটের জন্য নিরাপত্তাহীনতার অস্ত্র তৈরি করেছে বিজেপি।
দেখুন কীভাবে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী...
প্রদীপ করের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই মর্মান্তিক মৃত্যু বিজেপির 'নির্লজ্জ' আচরণের পরিণতি। এমনকী বিজেপি দেশের মানুষকে অনায়াসে হতাশার দিকে এমন ঠেলে দিচ্ছে যে অনেকে 'বিদেশি' হয়ে যাওয়ার ভয়ে নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিচ্ছেন বলে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
এসবের পাশাপাশি এনআরসি করা হলে বাংলা তার প্রতিবাদ করবে। প্রতিরোধ গড়ে তুলবে। বাংলা নিজের মানুষকে রক্ষা করবে। আর সেই যুদ্ধে বাঙালি জয়ী হবে বলে বিজেপিকে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
বাংলার এই মাটি মা, মাটি, মানুষের মাটি। তাই এই মাটিতে 'ঘৃণা' ছড়ানো যাবে না বলেও বিজেপিকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।