হাওড়া: 'বিজেপিকে (BJP) শূন্যতে (zero) নামিয়ে আনতে চাই।' সোমবার দুপুরে নবান্নতে (Nabanna) বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Deputy CM Tejashwi Yadav) সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে (joint press conference) বক্তব্য রাখার সময় এই কথাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। রবিবার দুপুরে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছিল, মঙ্গলবার দুপুর ২টোর সময় নবান্নে বৈঠক করবেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। পরে রাতে জানা যায়, মঙ্গলবার নয় সোমবার দুপুরেই হবে বৈঠক।
২০২৪ সালের লোকসভায় বিজেপিকে হারাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "আমরা একসঙ্গে এগিয়ে যাব। আমাদের কোনও ব্যক্তিগত ইগো (personal ego) নেই। আমরা নির্দিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। তবে আমি নীতীশ কুমারকে একটা মাত্র অনুরোধ করেছি। জয়প্রকাশজি-র আন্দোলন (Jayaprakash ji's movement) বিহার (Bihar) থেকে শুরু হয়েছিল। যদি আমরা একটা সর্বদলীয় বৈঠক (all-party meeting) বিহারে করতে পারি। তারপরই আমরা ঠিক করব আগামীতে কী করতে হবে। অবশ্য সবার আগে আমাদের একটা বার্তা দিতে হবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ (united) রয়েছি। আমি আগে বলেছিলাম যে এই বিষয়ে আমার কোনও আপত্তি নেই। আমি বিজেপিকে শূন্যতে (zero) পরিণত করতে চাই। তারা এখন সংবাদমাধ্যম ও মিথ্যের সাহায্যে বড় নায়ককে পরিণত হয়েছে।"
মমতার কথা সায় দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "আমরা মূলত আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক জায়গায় নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রস্তুতির বিষয়ে কথা বলেছি। আগামী দিনে যা কিছু হবে তা দেশের স্বার্থ রক্ষা করার জন্যই হবে। যারা এখন ক্ষমতায় আছে, তাদের কিছুই করার নেই। তারা শুধুমাত্র নিজেদের কথা প্রচার করছে। দেশের উন্নয়নের জন্য কিছুই করেনি।" আরও পড়ুন: Joint Press Conference In Nabanna: 'বিজেপিকে শূন্যতে নামিয়ে আনতে চাই', নীতীশ ও তেজস্বীকে পাশে বসিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক মমতার
We will go ahead together. We have no personal ego, we want to work together collectively: West Bengal CM Mamata Banerjee, at a joint press conference with Bihar CM Nitish Kumar and Deputy CM Tejashwi Yadav pic.twitter.com/L7IUlnKZpZ
— ANI (@ANI) April 24, 2023
I have made just one request to Nitish Kumar. Jayaprakash ji's movement started from Bihar. If we have an all-party meeting in Bihar, we can then decide where we have to go next. But first of all, we have to give a message that we are united. I have said earlier too that I have… pic.twitter.com/3XHReyO1iY
— ANI (@ANI) April 24, 2023
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal CM Mamata Banerjee says, "...If we have an all-party meeting in Bihar, we can then decide where we have to go next. But first of all, we have to give a message that we are united. I want BJP to become zero. They have become a big hero with media's support and… pic.twitter.com/VypdTKuR8O
— ANI (@ANI) April 24, 2023
#WATCH | Howrah | Bihar CM Nitish Kumar says, "We have held talks, especially about the coming together of all parties and making all preparations ahead of the upcoming Parliament elections. Whatever will be done next, will be done in the nation's interest. Those who are ruling… pic.twitter.com/gAHIuTisDr
— ANI (@ANI) April 24, 2023