West Bengal Extends Lockdown Till July 31: কয়েকটি ছাড় দিয়ে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

কয়েকটি ছাড় দিয়ে কনটেইনমেন্ট জোনে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন (Coronavirus Lockdown) বাড়ানা হচ্ছে। আজ সর্বদল বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। এই বিষয়ে খুব শিগগিরই নতুন নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার। লকডাউন জারি থাকলেও উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটে পরীক্ষা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে আর্থিক সঙ্কটের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে পাশে নিয়ে চলার বার্তা দিতে আজ, বুধবার সর্বদল বৈঠক (All Party Meet) ডেকেছিলেন। আর সেখানেই সব দলের প্রতিনিধিদের নিয়ে আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে সব দলের প্রতিনিধিদের নিয়ে কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: ANI)

কলকাতা, ২৪ জুন: কয়েকটি ছাড় দিয়ে কনটেইনমেন্ট জোনে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন (Coronavirus Lockdown) বাড়ানা হচ্ছে। আজ সর্বদল বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। এই বিষয়ে খুব শিগগিরই নতুন নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার। লকডাউন জারি থাকলেও উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটে পরীক্ষা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে আর্থিক সঙ্কটের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে পাশে নিয়ে চলার বার্তা দিতে আজ, বুধবার সর্বদল বৈঠক (All Party Meet) ডেকেছিলেন। আর সেখানেই সব দলের প্রতিনিধিদের নিয়ে আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে সব দলের প্রতিনিধিদের নিয়ে কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী।

সেই কমিটিতে রয়েছেন তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায়, বিজেপির তরফে দিলীপ ঘোষ, সিপিএমের তরফে সুজন চক্রবর্তী-সহ অন্য দলের নেতারা। মুখ্যমন্ত্রী বলেন, "আম্ফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একটি কমিটি তৈরি করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, স্বপন বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়েই এই সর্বদলীয় কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি প্রস্তাব জমা দেবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে কাজ করা হবে। একইসঙ্গে নীতি আয়োগকে সুন্দরবন নিয়ে চিঠি দেওয়া হবে। স্থায়ী বাঁধ নির্মাণ সহ ওই সব এলাকার সমস্যার যাতে একটা স্থায়ী সমাধান করা যায়, সেই বিষয়ে একটা মাস্টার প্ল‍্যান তৈরি করা হবে।" আরও পড়ুন: Hackers Breach Online Class: অনলাইন ক্লাসে ছাত্রীদের ধর্ষণ ও খুনের হুমকি, কলকাতার স্কুলে চাঞ্চল্য

করোনা ও আম্ফানে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে উঠেছে। সেই প্রসঙ্গ ওঠে সর্বদল বৈঠকেও। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,"ক্ষতিপূরণ পাওয়ার থেকে কেউ বঞ্চিত হলে আবেদন করুন। ত্রাণ নিয়ে কোনো দলবাজির কোনো জায়গা নেই। আমার কাছে ২,১০০ অভিযোগ এসেছে। আমি সেগুলো দেখছি। আমি নিজে আমার দলের চার জনকে দল থেকে তাড়িয়েছি। জেলাশাসক, বিডিওদের বলছি আপনাদের এক সপ্তাহ সময় দিচ্ছি। সব কিছু দেখে জেনুইন কেস দেখে তালিকা তৈরি করুন। অন‍্যায় করার অধিকার আমাকে দল ও দেয়নি, প্রশাসন ও দেয় নি। কোনো ক্ষতিপূরণ থেকে যেন কেউ বাদ না যায়। আমার একটা ক্ষমতা আছে বলে আমি নিজের লোকদের সুবিধা পাইয়ে দেব, তা যেন না হয়। শুধু অনুরোধ বিডিও অফিস ভাঙচুর করবেন না।"