কলকাতা, ২৪ জুন: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এখন অনলাইনেই চলছে ক্লাস। ছেলেমেয়েদের সুস্থতার কথা চিন্তা করে অভিভাবকরাও এতে সম্মতি দিয়েছেন। তবে স্বস্তি বোধহয় কোনও কিছুতেই আর অবশিষ্ট নেই। নাহলে অনলাইন ক্লাসেও কিনা ছাত্রীদের ধর্ষণ ও খুনের হুমকি আসে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এসেছে কলকাতার একটি স্কুল থেকে (Kolkata school)। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে ওই স্কুলের পড়ুয়ারা যখন অনলাইনে ক্লাস করছিল তখনই ঘটে ঘটনাচি ক্লাস সিক্সের ছাত্রীদের কাধে ধর্ষণ ও খুনের হুমকি দিয়ে মেসেজ আসতে শুরু করে। আতঙ্কিত পড়ুয়ারা বাবা-মা ও শিক্ষকদের জানালে হুমকি ছেড়ে যৌন উদ্দীপক মেসেজ করতে থাকে অভিযুক্ত। এরপর বাবা-মায়ের হস্তক্ষেপে অনলাইন ক্লাস বাতিল হয়ে যায়। আরও পড়ুন- Kolkata: রাতের কলকাতায় অর্ধনগ্ন মদ্যপ তরুণীর ঘোরাঘুরি, ঘুম ছুটল পুলিশের
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। তদন্তে জানা গিয়েছে, মঙ্গলবার স্কুলের এক পড়ুয়ার নামে দুবার লগ ইন হয়েছে। এরপরেই স্কুলের তরফে জানানো হয়েছে যে ওই পড়ুয়া বাইরের কাউকে ই-ক্লাসের লগইন অ্যাড্রেস শেয়ার করেছিল কি না তা জানার চেষ্টা চলছে। লকডাউনে বাড়িতে থেকে পড়াশোনা চালু রাখতে অনলাইন ক্লাস শুরু হয়েছে। এদিকে এমন সব অপ্রীতিকর ঘটনা ঘটার পর অনলাইন ক্লাসে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। নতুন আসা মিটিং অ্যাপ জুম যে সরকারি স্তরের কোনও বৈঠকের জন্য নিরাপদ নয় তা আগেও জানানো হয়েছে।