নন্দীগ্রাম, ১০ মার্চ: নন্দীগ্রাম আসনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন (Nomination) পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে তিনি মনোনয়ন পেশ করেন। তার আগে হলদিয়ায় মঞ্জুশ্রী মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত তিনি রোড শো করেন। রোড শোয়ের আগে রেয়াপাড়া শিবমন্দিরে পুজো দেন তিনি। নিজের হাতে প্রসাদ বিতরণ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এদিন নন্দীগ্রামেই ফিরবেন মুখ্যমন্ত্রী।
এদিকে নন্দীগ্রামে রয়েছেন প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ বিজেপি প্রার্থী হিসেবে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে তিনি রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। পথে নেমেই শুভেন্দু বলেন, “আমি নন্দীগ্রামের ভোটার। এখানকার মাটির ছেলে। দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। উনি নন্দীগ্রামের নিরাপত্তা নিয়ে ভাবছেন না। আম্ফানের টাকায় ঘুরে বেড়াচ্ছেন। কাল জুতো পরে মন্দিরে প্রণাম করেছেন।"
West Bengal Chief Minister Mamata Banerjee visited and offered prayers at Shiv Temple in Nandigram pic.twitter.com/kfCkPtnOVE
— ANI (@ANI) March 10, 2021
চ্যালেঞ্জ ছুঁড়ে শুভেন্দু বলেন, "১৭টার মধ্যে ২টো অঞ্চলের নাম বলুন। আমার ভোটের দায়িত্ব আপানাদের। পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হচ্ছে বিজেপি আসছে। আমার পোস্টার ছিঁড়েছে। কালি লাগিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। বাকি আমি ঘরের ছেলে আছি। হয়ে যাবে। দড়ি ধরে মারো টান রানি হবে খান খান।”