কলকাতা, ৩ মে: ইদের সকালে চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেড রোডে নমাজে হাজির দিদি। ইদের নমাজে রেড রোডে দাঁড়িয়ে রাজ্যবাসীকে সম্প্রতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Manata Banerjee)। রেড রোডে (Red Road) কলকাতায় ইদের আজ, মঙ্গলবার সকালে ইদের নমাজে সম্প্রতির বার্তা দিয়ে মমতা বললেন, দেশের পরিস্থিতি ঠিক নেই ৷ সাম্প্রদায়িক শক্তি দেশকে বিভাজিত করতে চাইছে ৷ তাই শান্তি বজায় রেখে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে থাকতে হবে৷ পাশাপাশি মমতা বলেন, ধর্মের নামে দেশকে টুকরো টুকরো করা চলবে না। আরও পড়ুন: টিটাগড়ে কীভাবে জলে ছাড়া হল উপকুলরক্ষী বাহিনীর জাহাজ, দেখুন ভাইরাল ভিডিও
দেখুন ভিডিও
#WATCH | West Bengal Chief Minister Mamata Banerjee addresses people at Red Road in Kolkata on the occasion of #EidUlFitr
"Good days will come...we are not scared, we know how to fight," says Mamata Banerjee pic.twitter.com/t09QLyOGZG
— ANI (@ANI) May 3, 2022
করোনার কারণে কলকাতার রেড রোডে গত দু বছর ইদের নমাজ হয়নি। এবার কলকাতায় ইদের সবচেয়ে বড় নমাজে উপস্থিত থাকলেন মমতা।
এদিকে, ইদে মেতেছে দেশ। কলকাতাতেও ইদের খুশিতে উৎসবের মেজাজে মানুষ। সকeল থেকেই নাখোদা মসজিন কানায় কানায় পূর্ণ। বিগত দুবছর ছোট ছোট শিফটে বিশেষ নমাজ পাঠ হয়েছিল। এবার সবার জন্যই একসঙ্গে নমাজ পাঠের ব্যবস্থা।