Elections 2024. (Photo Credit: Twitter@airnews_kolkata)

কলকাতা, ১০ নভেম্বর: আরজি কর কাণ্ডে নিয়ে তোলপাড় হওয়ার পর রাজ্যে প্রথম ভোট হতে চলেছে আগামী ১৩ নভেম্বর, বুধবার। বাংলার ৬টি বিধানসভা উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে। নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া, তালডাংরা, মাদারিহাট, ও সিতাই বিধানসভায় উপভোট। তার আগে শেষবেলার প্রচারে নামল সবপক্ষই। ৬টি কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই জিতেছিল তৃণমূল। একমাত্র মাদারিহাটে জিতেছিল বিজেপি। জুন মালিয়া, পার্থ ভৌমিক, মনোজ টিগ্গাদের মত বিধায়করা চলতি বছর লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়ায় এই ৬টি বিধানসভা আসন ফাঁকা হয়েছে।

শেষবেলার প্রচারে তৃণমূলের কর্মীদেরই বেশী সক্রিয় হতে দেখা গেল। পুরোপুরি সাংগঠনিক শক্তি নিয়ে উপনির্বাচনের ৬ আসনে জিততে ঝাঁপিয়েছে জোড়া ফুল শিবির। কিন্তু আরকি করের আবহে হওয়া উপভোট নিয়ে তুলনায় ছন্নছাড়া দেখাচ্ছে বিরোধী শিবিরকে। অন্তত প্রচার তাই বলছে। যদিও প্রচার কমের পরেও উপভোটে জেতার বহু নজির অতীতে রয়েছে।

বিজেপি তাদের যাবতীয় শক্তি যেন মাদারিহাটেই প্রয়োগ করল। প্রসঙ্গত, মাদারিহাট বিধানসভা আসনে কখনই জিততে পারেনি তৃণমূল। সেই মাদারিহাটে রবিবার জমিয়ে প্রচার করলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরেোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কিন্তু মাদারাহিটের মত প্রচার বাকি আর পাঁচটি আসনে সেভাবে দেখা গেল না বিজেপির। তার মধ্যে হাড়োয়া, নৈহাটি-তে বিজেপির সাংগঠনিক দুর্বলতা প্রচারে ধরা পড়ল। হাডো়য়ায় প্রথম দুইয়ে থাকা চ্যালেঞ্জ বিজেুপির। তুলনায় অনেকটা ভাল প্রচার করেছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। ক মাস আগে লোকসভা ভোটে মেদিনীপুরে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হয়ে পরিশ্রম করেছিলেন অগ্নিমিত্রা পল। কিন্তু ক মাস আগের সেই পরিশ্রম এবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে সেভাবে দেখা গেল না।

বাঁকুড়ার তালডাংরায় প্রচারে শুরুতে সেভাবে খুঁজে না পাওয়া গেলেও শেষের দিকে চেষ্টা করলেন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। সিতাইয়ে গত বিধানসভা লক্ষাধিক ভোট পাওয়া বিজেপি এবার প্রচারে তেমন সাড়া ফেলতে পারেনি। তুলনায় সিতাইয়ের ফরওয়ার্ড ব্লকের প্রচারে কর্মীদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে। বামেদের মধ্যে সবচেয়ে ভাল প্রচার দেখা গিয়েছে নৈহাটিতে। সেখানে সিপিআইএমএল প্রার্থীর হয়ে লিবারেশনের কর্মীরা পরিশ্রম করছেন। তবে সেখানে প্রচারে অনেকটা এগিয়ে তৃণমূলের সনৎ দে। বামেদের মধ্যে একমাত্র তালডাংরাতেই প্রার্থী দিয়েছে সিপিএম। কিন্তু স্থানীয় কর্মীরা সেখানে প্রচার করলেও অঙ্কের হিসেবে সেখানে সিপিএম প্রার্থীর প্রথম দুটি স্থানে কঠিন।

রাজ্যের যে ৬ কেন্দ্রে বিধানসভা আসনে উপনির্বাচনের প্রার্থীরা--

নৈহাটি (উত্তর ২৪ পরগণা)

তৃণমূল: সনৎ দে

বিজেপি: রুপক মিত্র

বামফ্রন্ট: দেবজিত মজুমদার (লিবারেশন পার্টি)

কংগ্রেস: পরেশনাথ সরকার

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রায় সাড়ে ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী

২০১১ থেকে নৈহাটি তৃণমূলের মজুবত গড় হয়ে উঠেছে। গত তিনটি বিধানসভা নির্বাচনে এখান থেকে জিতেছেন তৃণমূলের পার্থ ভৌমিক।

--------------------

হাড়োয়া (দক্ষিণ ২৪ পরগণা)

তৃণমূল: শেখ রবিবুল ইসলাম

আইএসএফ: পিয়ারুল ইসলাম

বিজেপি: বিমল দাস

কংগ্রেস: হাবিব রেজা চৌধুরী

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রায় ৮০ হাজার জয়ী ভোটের ব্যবধানে জয়ী

সাংগঠনিক দিক থেকে বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে তৃণমূল

-------------

মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর)

তৃণমূল: সুজয় হাজরা

বিজেপি: শুভজিত রায়

বামফ্রন্ট: মণিকুন্তল খামরুই (সিপিআই)

কংগ্রেস: ঘোষণা হয়নি

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী

সাংগঠনিক দিক থেকে বেশ মজবুত তৃণমূল

---------------------

তালডাংরা (বাঁকুড়া)

তৃণমূল: ফাল্গুনী সিংহবাবু

বিজেপি: অনন্যা রায়চৌধুরী

বামফ্রন্ট: দেবকান্ত মোহান্তি (সিপিআইএম)

কংগ্রেস: সিদ্ধান্ত জানায়নি

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী জয়ী প্রায় সাড়ে ১২ হাজার ভোটের ব্যবধানে

একমাত্র এই আসনেই প্রার্থী দিয়েছে সিপিআইএম।

------------------

মাদারিহাট (আলিপুরদুয়ার)

বিজেপি: রাহুল লোহার

তৃণমূল: জয়প্রকাশ টোপ্পো

বামফ্রন্ট: পাদাম ওরাঁও (আরএসপি)

কংগ্রেস: ঘোষণা হয়নি

২০২১ বিধানসভার ফল: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী সাড়ে ২৯ হাজার ভোটের ব্যবধানে

এই আসনে কখনও জিততে পারেনি তৃণমূল। এখন বিজেপির মজুবত গড়।

----------------

সিতাই (কোচবিহার)

তৃণমূল: সঙ্গীতা রায়

বিজেপি: দীপক রায়

বামফ্রন্ট: অরুণ বর্মা

কংগ্রেস: সুকমল বর্মন

২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জগদীশ বাঁশুনিয়া জয়ী ভোটের ব্যবধানে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে

২০২১ বিধানসভায় প্রথমবার এই আসনটি জেতে তৃণমূল। তার আগের দু'বার এখানে কংগ্রেসের বিধায়ক ছিল।