জলঙ্গি, ১৭ নভেম্বর: মুর্শিদাবাদের (West Bengal) জলঙ্গিতে উদ্ধার ১০ হাজার মার্কিন ডলার (American Dollars)। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭ লাখ ৪৩ হাজার ৪৭০ টাকা। বিএসএফ (BSF) জানিয়েছে, মঙ্গলবার এক ব্যক্তি বস্তায় ভরে এত পরিমাণ মার্কিন ডলার নিয়ে যাচ্ছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। জলঙ্গির বর্ডার আউট পোস্টে কর্তব্যরত জওয়ানরা জিজ্ঞাসাবাদ করলে বস্তা ফেলে রেখে চম্পট দেয় ওই পাচারকারী। খুলে দেখা যায় তার মধ্যে রয়েছে মার্কিন ডলার।
ওই দিনই পাচারের আগেই সীমান্ত থেকে মোটরবাইকের চাকার টিউব থেকে সাড়ে ৭ কেজির বেশি রুপোর গয়না উদ্ধার করে বিএসএফ। বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশের হাকিমপুর সীমান্তের ঘটনা। উদ্ধারকৃত ওই রুপোর গয়নার বাজার মূল্য ৩ লাখ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে। তার নাম আব্দুল মালেক সর্দার, বাড়ি সীমান্তের দহরকান্দা গ্রামে। আরও পড়ুন: Kolkata: কলকাতার ৫টি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত
On 15 Nov 2021, Alert troops of @BSF_SOUTHBENGAL thwarted an smuggling attempt and seized 10,000 American dollars worth Indian value 7,43,470 /- from the area of Border Out Post Jalangi, Distt-Murshidabad West Bengal while these were being smuggled into Bangladesh. pic.twitter.com/xI9VUzm3l2
— BSF_SOUTH BENGAL: KOLKATA (@BSF_SOUTHBENGAL) November 16, 2021
উদ্ধার হওয়া রূপোর গয়না ও মোটরবাইকটি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ। পাচারে অন্য কারা কারা জড়িত আছে বা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে তার কোনও যোগাযোগ আছে কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে।