পরীক্ষা (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ২ মার্চ: আজ শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB Higher Secondary Examination 2022)। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা ১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্র পড়ার জন্যই অতিরিক্ত ১৫ মিনিট দেওয়া হবে। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, ভিজ্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের মতো পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ২ ঘণ্টা সময় বরাদ্দ করা হবে।

করোনার কারণে এবারই প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। এবছর পরীক্ষায় বসছে ৭ লাখ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এবার ছাত্রীদের সংখ্যা বেশি, ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী এবার পরীক্ষায় বসবে। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ হাজার ২৬০ জন, মৃত্যু ৮৩ জনের

পরীক্ষা ঘিরে কঠোর সুরক্ষায় ব্যবস্থা করছে উচ্চমাধ্যমিক শিক্ষাক সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। নজরদারিতে থাকছেন স্পেশাল অবজার্ভার। টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা ঘটলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। আটকে দেওয়া হতে পারে রেজাল্ট। গণ টোকাটুকির ঘটনা ঘটলে বাতিল হতে পারে স্কুলের অনুমোদন। কোনও বৈদ্যুতিন সরঞ্জাম বা মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। পরীক্ষাকেন্দ্রের নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষার্থীদের মানতে হবে কয়েকটি করোনা বিধি। পরীক্ষার্থীদের মাস্ক পরে আসতে হবে পরীক্ষাকেন্দ্রে।