Priyanka Tibriwal (Photo: FB)

কলকাতা, ১২ সেপ্টেম্বর: ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে (Bhabanipur Vidhan Sabha constituency) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র বিরুদ্ধে প্রার্থী হিসেবে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)-এর নাম ঘোষণা করেছে বিজেপি (BJP)। এই উপনির্বাচনে জিতলেন মসনদ পাকা হবে মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র। মমতা গতকালই মনোনয়ন জমা দিয়েছেন, এবার আগামিকাল, সোমবার প্রিয়াঙ্কার পালা। সোমবার আলিপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেবেন প্রিয়াঙ্কা।

দেখুন টুইট

ক মাস আগে এন্টালি কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে বড় ব্যবধানে হেরেছিলেন প্রিয়াঙ্কা। ২০১৫ কলকাতা পুরসভা নির্বাচনেও হেরেছিলেন। কখনও ভোটে জেতার অভিজ্ঞতা নেই। সেখান থেকে সরাসরি একেবারে মুখ্যমন্ত্রী-র বিরুদ্ধে প্রার্থী। আরও পড়ুন: 

UP Assembly Election 2022: সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়তে পারে তৃণমূল

প্রিয়াঙ্কা জানেন লড়াইটা বেশ কঠিন। ভবানীপুরের মত কেন্দ্রে তাও আবার তৃণমূলের ব্যাপক হাওয়ায় দিদির বিরুদ্ধে লড়াটা খুবই কঠিন। তবু চ্যালেঞ্জটা নিচ্ছেন তিনি। প্রচারে জোর দিতে চাইছেন প্রিয়াঙ্কা। তৃণমূলকে কিছুতেই খালি জমি দিতে নারাজ তিনি। ভবানীপুরে উপনির্বাচনে সিপিএম প্রার্থী হিসেবে লড়বেন শ্রীজীব বিশ্বাস।

নির্বাচন হবে ৩০ সেপ্টেম্বর, ভোট গণনা ৩ অক্টোবর। ক মাস আগে ভবানীপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ে শোভনদেব চট্টোপাধ্যায় হারান বিজেপি-র রুদ্রনীল ঘোষকে। মমতা ব্যানার্জিকে জায়গা করে দিতে এই কেন্দ্রে পদত্যাগ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে মমতা হারায় তাঁকে অন্য কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হত।