কলকাতা: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Election 2023) ভোট গণনা হয়ে গেছে আটদিন আগে। তারপরও রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় অশান্তি চলছে বলে অভিযোগ বিরোধীদের। এর মাঝেই বুধবার বিকেলে পিজি হাসপাতালে পঞ্চায়েত হিংসায় (violence) জখম কর্মীদের দেখতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee) । এরপর এই বিষয়ে তাঁকে তীব্র আক্রমণ করলেন বঙ্গ বিজেপির সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (West Bengal BJP President Sukanta Majumdar)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত পরবর্তী হিংসার (West Bengal post-poll violence) জন্য মমতা ব্যানার্জীকেই দায়ী করলেন তিনি। এপ্রসঙ্গে বলেন, "মমতা ব্য়ানার্জীর জন্যই হিংসার ঘটনা এখনও ঘটছে। তিনি চান বিজেপি কর্মীরা যেন নিজেদের বাড়ির বাইরে না বেরোতে পারেন। বিজেপি এই শাসকদলকে উৎখাত করবেই এবং তা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ আমরা চুপ করে বসব না।" আরও পড়ুন: Mamata Banerjee In SSKM: পঞ্চায়েত নির্বাচনে অশান্তিতে জখমদের সাক্ষাৎ মমতার, দেখুন পিজি হাসপাতালের ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata, West Bengal: Sukanta Majumdar, BJP President on West Bengal post-poll violence, says, "...The violence is continuing because of Mamata Banerjee (CM)...she wants that the BJP party workers can't come out of their houses...BJP will uproot the ruling party and till… pic.twitter.com/BvnkDdgHzc
— ANI (@ANI) July 19, 2023